কোনো প্রতিষ্ঠানকে আইএসও (ISO) সনদ পাওয়ার জন্য কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। আমার জানার বিষয় হলো এই আইএসও (ISO) সনদ অর্জন করার জন্য কোনন কোন শর্ত পূরণ করতে হয়?
Md. Omar Khanশিক্ষকানবিশ
কোনো প্রতিষ্ঠানকে আইএসও ( ISO) সনদ পাওয়ার জন্য কোন কোন শর্ত পালন করতে হয়?
Share
ISO সনদ পাওয়ার শর্ত:
আসলে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো নূন্যতম যোগ্যতা আমার নেই।
আমার মাম্মিকে অনেকেই আন্তর্জাতিক সফল ব্যবসায়ী বলে ফেলেন। তারই জের ধরে বাংলাদেশে আসলে অনেক প্রোগ্রামে ওনাকে এই প্রশ্নটি করেন যে, আমরা কিভাবে ISO certificate পেতে পারি? ISO সনদ এর জন্য কি কি শর্ত পূরণ করতে হবে?
মাম্মি উত্তরে সব জায়গায় একই কথা বলেন যে, পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার জন্য আমাকে কি কি শর্ত পূরণ করতে হবে? বোর্ড স্ট্যান্ড করার জন্য আমাকে কি কি করতে হবে?
নিশ্চয়ই নিশ্চয়ই মনোযোগ টা পড়াশোনায় দিতে হবে। কারণ জিপিএ-৫ এটা কেউ কাউকে দেয় না এটা অর্জন করতে হয়।
আমি আবারও বলছি এসব প্রশ্নের উত্তর দেওয়ার মত নূন্যতম যোগ্যতা আমার নেই। তবুও পারিবারিক ব্যবসায়িক কাজে মাম্মির সাথে বেশ কয়েকটি দেশে যাওয়ার এবং বিভিন্ন প্রোগ্রামের দর্শক সারিতে বসার পরম সৌভাগ্য আমার হয়েছে। সেখান থেকে কিছু…… শেয়ার করলাম।