1 min read
কেন আপনি লেখক হবেন?
আপনি কেন লেখক হবেন? লেখক হওয়ার ইচ্ছে থেকেই হয় তো আমার মত আপনিও bdbloq.com এ আসছেন। তো আমাকে কি শেয়ার করবেন, এর পেছনের গল্প বা কারণ টা কি?
আপনি কেন লেখক হবেন? লেখক হওয়ার ইচ্ছে থেকেই হয় তো আমার মত আপনিও bdbloq.com এ আসছেন। তো আমাকে কি শেয়ার করবেন, এর পেছনের গল্প বা কারণ টা কি?
হ্যাঁ, এটি একদমই ঠিক যে, লেখক হওয়ার ইচ্ছে থেকেই বিডিব্লকে এসেছি।
আমি প্রথমবার কোনো কিছু লেখার উপলক্ষ্য পাই ক্লাস ৯-এ পড়ার সময়। তখন একটি সংগঠনের পক্ষ থেকে আমাদের থানায় একটি মেধা যাচাই বৃত্তি পরীক্ষা হয়েছিল। সেখানে আল্লাহর রহমতে আমিও বৃত্তি প্রাপ্ত ১৫ জনের মধ্যে স্থান পেয়েছিলাম।
তখন উনারা আমাদের লেখা নিয়ে একটি ম্যাগাজিন প্রকাশ করার উদ্যোগ নেন। আমাদেরকে গল্প বা কবিতা বা যেকোনো কিছু লিখতে বলা হয়। তখন সেখানে একটি গল্প ও কৌতুক লিখে সাবমিট করি।
আমার গল্পটি সফল ভাবে রিজেক্টেড হয়!
বিষয়টিকে তেমন সিরিয়াস ভাবে নেইনি। তারপর যখন ২০২০ সালে করোনার কারনে আমাদের এইচএসসি পরীক্ষা পেছানো হয় তখন প্রথমবারের মতো নিজের ফেসবুক আইডি খুলি। সেখানে মাঝে মাঝে গল্প লিখতাম। পাশাপাশি সমসাময়িক অন্যান্য বিষয়েও লিখতাম।
কয়েকটি গ্রুপে যখন লেখা প্রকাশ করা শুরু করলাম দেখি কয়েকজন হলেও লাইক-কমেন্ট করে। এভাবেই আস্তে আস্তে পথচলা শুরু। এখনো শিখছি। লেখার চেষ্টা করছি।
বিডিব্লকে এসে সুন্দর একটি পরিবেশ পেয়েছি। তাই এখানে সবার সাথে আমিও চেষ্টা করছি। এইতো।
কেন লেখক হবো:
আমি একটু লোভী মানুষ। আমার মনে হয় সবার তাই হওয়া উচিত। আমি কখনো বিনা সার্থে কিছু করতে চাই না। এখানেও আমার একটা বড় স্বার্থ আছে।
আমার হাতে খুব সময় নেই, কতটুকু সময় জানেন? রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আছর থেকে মাগরিব পর্যন্ত।
সেখান থেকে আমার অনেক সময় ইতোমধ্যে চলে গেছে, আমি সময় একদম নষ্ট করতে চাই না। কারণ আমি লোভী মানুষ।
আমি এখানে লিখে এমন একটা বাড়ি নিয়ে চাই, যেখানে আমার ইচ্ছে হলেই বৃষ্টি আমাকে ভিজিয়ে দিবে। ইচ্ছে হলে হালকা মিষ্টি রোদে আমাকে রাঙিয়ে দিবে।
আমি চাই আমার অনুপস্থিতিতে আমার লিখাগুলো সেখানে চলে যাক যেখানে আমি ব্যবহার করতে পারবো।
আশা করছি বুঝতে পেরেছেন কোন লোভের কথা বলছি। মৃত্যুর পর ৩ টি আমলের সওয়াব আপনার কবরে যেতে থাকবে। তারমধ্যে একটি হলো এমন জ্ঞান যা আপনি রেখে গেছেন, এবং মানুষ সেখান থেকে উপকৃত হচ্ছেন।