One thought on “কিভাবে লেখাপড়া করলে ভার্সিটিতে চান্স পাওয়া যায়?”
কিভাবে লেখাপড়া করলে ভার্সিটিতে চান্স পাওয়া যায়?
উত্তরটা আমি ভিন্ন ভাবে দিই, আমি বলবো কি কি করলে ভার্সিটিতে চান্স পাওয়া যায় না।
ওভার স্মার্ট হলে।
মনে করুন, প্রশ্নে আসলো tense কত প্রকার? আপনি চিন্তা করলেন প্রধানত ৩ প্রকার, প্রত্যাকটি ৪ প্রকার করে ১২ প্রকার লিখলেন (যেহেতু এখন অনেক বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা দিতে হয়) এরা করা যাবে না। এটার নাম ওভার স্মার্ট। আপনি ৩ প্রকার লিখুন আপনার কাছে এটাই জানতে চেয়েছেন।
ওভার থিংকিং,
উত্তরে আপনার যেটা সঠিক মনে হয় সেটাই লিখুন। হলে বসে বসে এটা নিয়ে বিশ্লেষণ করবেন না।
রিস্ক না ফ্রী
৪০ পাইলে পাস, আপনি সঠিকভাবে ৪০ টা MCQ দাগাইছেন। এরপর আরো ১০ টা মত আপনি নফিউশনে আছেন তাই ৪০ টা কনফার্ম করে চলে আসলেন। এটা করা যাবে না। কিছু রিস্ক আপনাকে নিতে হবে। এটা কৌশল।
১০ টা কনফিউজড, সেখানে যদি ৬ টা সঠিক আর ৪ টি ভুল হয়। তাহলে ৬ টার জন্য পাচ্ছেন ৬ নাম্বার ৪ টি ভুলের জন্য -১। তারপরেও আপনার ৫ নাম্বার থাকে।
ভর্তি পরীক্ষায় ৫ নাম্বার মানে কত বড় ব্যাপার তারা বুঝতে পারেন যারা মাত্র ০০.২৫ এর জন্য স্বপ্নের সাবজেক্ট বা স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হারিয়েছে।
কিভাবে লেখাপড়া করলে ভার্সিটিতে চান্স পাওয়া যায়?
উত্তরটা আমি ভিন্ন ভাবে দিই, আমি বলবো কি কি করলে ভার্সিটিতে চান্স পাওয়া যায় না।
মনে করুন, প্রশ্নে আসলো tense কত প্রকার? আপনি চিন্তা করলেন প্রধানত ৩ প্রকার, প্রত্যাকটি ৪ প্রকার করে ১২ প্রকার লিখলেন (যেহেতু এখন অনেক বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা দিতে হয়) এরা করা যাবে না। এটার নাম ওভার স্মার্ট। আপনি ৩ প্রকার লিখুন আপনার কাছে এটাই জানতে চেয়েছেন।
উত্তরে আপনার যেটা সঠিক মনে হয় সেটাই লিখুন। হলে বসে বসে এটা নিয়ে বিশ্লেষণ করবেন না।
৪০ পাইলে পাস, আপনি সঠিকভাবে ৪০ টা MCQ দাগাইছেন। এরপর আরো ১০ টা মত আপনি নফিউশনে আছেন তাই ৪০ টা কনফার্ম করে চলে আসলেন। এটা করা যাবে না। কিছু রিস্ক আপনাকে নিতে হবে। এটা কৌশল।
১০ টা কনফিউজড, সেখানে যদি ৬ টা সঠিক আর ৪ টি ভুল হয়। তাহলে ৬ টার জন্য পাচ্ছেন ৬ নাম্বার ৪ টি ভুলের জন্য -১। তারপরেও আপনার ৫ নাম্বার থাকে।
ভর্তি পরীক্ষায় ৫ নাম্বার মানে কত বড় ব্যাপার তারা বুঝতে পারেন যারা মাত্র ০০.২৫ এর জন্য স্বপ্নের সাবজেক্ট বা স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হারিয়েছে।
ধন্যবাদ