ফেসবুকে বেশি পরিমানে ফলোয়ার থাকলে নিজের কাছে যেমন ভালো লাগে তেমনি একটি আলাদা ইমেজও তৈরি হয়। সেজন্য ফেসবুক ফলোয়ার বাড়ানোর প্রতি প্রায় সকলেরই আগ্রহ রয়েছে।
ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য স্টেপ বাই স্টেপ কিছু নিয়ম অনুসরন করতে হবে। আমার জানা কয়েকটি নিয়ম এখানে শেয়ার করবো:
১. নাম ও অ্যাবাউট সেকশন:
প্রোফাইল বা পেজের নাম ও অ্যাবাউট সেকশন খুবই গুরুত্বপূর্ণ। কারন এই দুটিই সর্বপ্রথমে চোখে পড়ে। অর্থপূর্ণ সুন্দর একটি নাম এবং বায়ো / অ্যাবাউট সেকশন রাখুন। এটি বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করবে।
২. প্রোফাইল এবং কাভার ফটো:
পেজের প্রোফাইল পিকচারে লগো অথবা প্রফেশনাল একটি ছবি ব্যবহার করুন। আর কাভার ফটোতে আপনার কাজ ফুটে উঠে এমন ধরনের একটি ডিজাইন করা ইমেজ ব্যবহার করতে হবে।
৩. অন্যের পেজে এক্টিভ থাকা:
নিজের পেজ থেকে অন্য জনপ্রিয় এবং একই নীশের পেজগুলোতে গঠনমূলক ভালো ভালো কমেন্ট করতে হবে। তাহলে অডিয়েন্স সেখান থেকে ক্লিক করে আপনার পেজ ঘুরতে আসবে। তারপর প্রোফাইল / পেজ পছন্দ হলে ফলো করাও শুরু করবে।
৪. ভালো একটি পোস্টকে পিন করে রাখা:
প্রথমবারের মতো কেউ যখন আসবে তখন সে যাতে প্রথমেই সবচেয়ে ভালো একটি পোস্ট দেখতে পারে সেজন্য একটি পোস্ট পিন করে রাখতে হবে।
৫. হিউমার / Meme পোস্ট করুন:
সাধারনত হিউমার রয়েছে এমন পোস্টগুলো ভালো রিচ পায়। তাই মাঝে মাঝে হিউমারাস পোস্ট দিলে শেয়ার হয় বেশি। তখন অনেক নতুন ফলোয়ার পাওয়া যায়।
৬. তথ্যমূলক পোস্ট করুন:
এধরনের পোস্ট প্রচুর শেয়ার হয় ও অ্যাঙ্গেজমেন্ট পায়। তাই শিক্ষণীয় পোস্ট করলে নতুন ফলোয়ার পাবেন।
৭. অডিয়েন্সের রিপ্লাই দিন:
অডিয়েন্স যখন কমেন্ট করে তখন তাকে রিপ্লাই দিলে সে নিজেকে সম্মানিত ভাবে। তাই অডিয়েন্সের প্রতিটি কমেন্টের সুন্দর রিপ্লাই দিন।
৮. নিয়মিত পোস্ট করুন:
নিয়মিত পোস্ট করলে প্রোফাইল / পেজের অ্যাক্টিভিটি বেশি থাকায় ফেসবুক অ্যালগরিদম পোস্টগুলোর রিচ বাড়িয়ে দেয়। আর অডিয়েন্সও সন্তুষ্ট থাকে। তাই নিয়মিত পোস্ট করুন।
এগুলোই প্রাথমিক পদক্ষেপ। এগুলো অনুসরন করতে পারলে আপনার ফেসবুক ফলোয়ার বৃদ্ধি পাবে, ইনশাআল্লাহ।
পেজের ফলোয়ার বাড়াতে বা জনপ্রিয় করার আরেকটি সহজ উপায় হচ্ছে লাইভ ভিডিও। পেজ থেকে বেশি বেশি লাইভ করুন। এক্ষেত্রে হতে পারে পণ্য বা পেজের সঙ্গে মানানসই কোনো বিষয় নিয়ে লাইভ করা। ফেসবুক এখনও লাইভ ভিডিওগুলোকে তাদের নিউজ ফিডে সবার ওপরে রাখার চেষ্টা করে।
follow অপশন চালু করলেই follower বাড়বে। কারণ তখন কেউ আর ফ্রেন্ড হবেনা follower হবে।
ফেসবুকে বেশি পরিমানে ফলোয়ার থাকলে নিজের কাছে যেমন ভালো লাগে তেমনি একটি আলাদা ইমেজও তৈরি হয়। সেজন্য ফেসবুক ফলোয়ার বাড়ানোর প্রতি প্রায় সকলেরই আগ্রহ রয়েছে।
ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য স্টেপ বাই স্টেপ কিছু নিয়ম অনুসরন করতে হবে। আমার জানা কয়েকটি নিয়ম এখানে শেয়ার করবো:
১. নাম ও অ্যাবাউট সেকশন:
প্রোফাইল বা পেজের নাম ও অ্যাবাউট সেকশন খুবই গুরুত্বপূর্ণ। কারন এই দুটিই সর্বপ্রথমে চোখে পড়ে। অর্থপূর্ণ সুন্দর একটি নাম এবং বায়ো / অ্যাবাউট সেকশন রাখুন। এটি বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করবে।
২. প্রোফাইল এবং কাভার ফটো:
পেজের প্রোফাইল পিকচারে লগো অথবা প্রফেশনাল একটি ছবি ব্যবহার করুন। আর কাভার ফটোতে আপনার কাজ ফুটে উঠে এমন ধরনের একটি ডিজাইন করা ইমেজ ব্যবহার করতে হবে।
৩. অন্যের পেজে এক্টিভ থাকা:
নিজের পেজ থেকে অন্য জনপ্রিয় এবং একই নীশের পেজগুলোতে গঠনমূলক ভালো ভালো কমেন্ট করতে হবে। তাহলে অডিয়েন্স সেখান থেকে ক্লিক করে আপনার পেজ ঘুরতে আসবে। তারপর প্রোফাইল / পেজ পছন্দ হলে ফলো করাও শুরু করবে।
৪. ভালো একটি পোস্টকে পিন করে রাখা:
প্রথমবারের মতো কেউ যখন আসবে তখন সে যাতে প্রথমেই সবচেয়ে ভালো একটি পোস্ট দেখতে পারে সেজন্য একটি পোস্ট পিন করে রাখতে হবে।
৫. হিউমার / Meme পোস্ট করুন:
সাধারনত হিউমার রয়েছে এমন পোস্টগুলো ভালো রিচ পায়। তাই মাঝে মাঝে হিউমারাস পোস্ট দিলে শেয়ার হয় বেশি। তখন অনেক নতুন ফলোয়ার পাওয়া যায়।
৬. তথ্যমূলক পোস্ট করুন:
এধরনের পোস্ট প্রচুর শেয়ার হয় ও অ্যাঙ্গেজমেন্ট পায়। তাই শিক্ষণীয় পোস্ট করলে নতুন ফলোয়ার পাবেন।
৭. অডিয়েন্সের রিপ্লাই দিন:
অডিয়েন্স যখন কমেন্ট করে তখন তাকে রিপ্লাই দিলে সে নিজেকে সম্মানিত ভাবে। তাই অডিয়েন্সের প্রতিটি কমেন্টের সুন্দর রিপ্লাই দিন।
৮. নিয়মিত পোস্ট করুন:
নিয়মিত পোস্ট করলে প্রোফাইল / পেজের অ্যাক্টিভিটি বেশি থাকায় ফেসবুক অ্যালগরিদম পোস্টগুলোর রিচ বাড়িয়ে দেয়। আর অডিয়েন্সও সন্তুষ্ট থাকে। তাই নিয়মিত পোস্ট করুন।
এগুলোই প্রাথমিক পদক্ষেপ। এগুলো অনুসরন করতে পারলে আপনার ফেসবুক ফলোয়ার বৃদ্ধি পাবে, ইনশাআল্লাহ।
পেজের ফলোয়ার বাড়াতে বা জনপ্রিয় করার আরেকটি সহজ উপায় হচ্ছে লাইভ ভিডিও। পেজ থেকে বেশি বেশি লাইভ করুন। এক্ষেত্রে হতে পারে পণ্য বা পেজের সঙ্গে মানানসই কোনো বিষয় নিয়ে লাইভ করা। ফেসবুক এখনও লাইভ ভিডিওগুলোকে তাদের নিউজ ফিডে সবার ওপরে রাখার চেষ্টা করে।