আজকে ফেসবুক ব্রাউজ করার সময় সাফল্যের গল্প গাঁথা পোস্টে পরিপূর্ণ ছিল। একজন শিক্ষার্থী (মুসলিম) সে ব্যর্থ হয়ে স্বয়ং আল্লাহর দিকে অভিযোগের আঙুল তুলছে ( নাউজুবিল্লাহ)।
বলছেন আমার চেষ্টার কোনো কমতি ছিল না। আল্লাহ আমাকে সাহায্য করেন নি( নাউজুবিল্লাহ) আপনি কিভাবে এরকম ডিপ্রেশনে থাকা মানুষকে প্রশান্তি দিবেন?
মনে করুন, আপনার অবুঝ বাচ্চার তৃষ্ণা পেয়েছে, আর সেই তৃষ্ণা নিবারণের জন্য বিষ চাচ্ছে, আপনার কাছে অনেক আকুতি-মিনতি করে যাচ্ছে। আপনি কি দিবেন? আবার অনেক কান্নাকাটিও করছে। আপনি দিলেন না। কারণ সে না জানলেও আপনি জানেন বিষ তার জন্য কতটুকু বিপদ।
এখানে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনি তার কথাগুলো শুনেন, তার চাওয়া উপকারী সকল জিনিস আপনি পূরণ করেন। কিন্তু তার চাওয়া বিষটা আপনি দিলেন না। কারণ আপনি তাকে অনেক ভালোবাসেন। সেই জানে না বিষ চাইলেও বিষ পাওয়ার মধ্যে কতটুকু বিপদ আর না পাওয়ার মধ্যে কতটুকু কল্যাণকর।
ঠিক আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমাদের জন্য ক্ষতিকর এমন কোনো কিছু দেন না। কারণ আল্লাহর এর চেয়ে আমাদের কেউ বেশি ভালোবাসেন না। ভালোবাসতেও পারেন না। কিন্তু আমরা সেটা না বুঝে, তাকে অভিযোগ করি।
আমি আমার এক ছোট ভাইকে বার বার একটা কথা বলি, এখানেও শেয়ার করছি,
আর আজকে যে মানুষটি অভিযোগ করছে, আল্লাহর উপর অসন্তুষ্ট সেই মানুষটাই একদিন বুঝতে পারবেন না পাওয়াটাই যে আমার জন্য কল্যাণের ছিল।
বিঃদ্রঃ সময়ের জন্য পবিত্র কুরআন-হাদিসের কোনো রেফারেন্স দেওয়ার সুযোগ হয়ে উঠছে না। ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আল্লাহর দিকে ফিরে আসুন।পাচ ওয়াক্ত নামাজ পড়ুন। সব সময় আল্লাহ কে ডাকুন, মন খারাও থাকলে কুরআন তেলাওয়াত করুন।মন পবিত্র রাখুন।অতীত থেকে নিজেকে দূরে রাখুন।মানুষের মুখে হাসি ফুটান।আমি সিউর আপনার মনে প্রশান্তি ফিরে আসবেই