বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিছুদিন পরপর মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন বিবৃতি দেয়। সেগুলো কতটা কার্যকরী প্রভাব রাখতে পারে?
Atikur RahmanProfessional
কিছুদিন পরপর মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন বিষয়ে বিবৃতি প্রকাশ করে। এগুলো কতটা কার্যকরী?
Share
বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা কোনো অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন হলে বিবৃতি দেয়।
এটি অবশ্যই একটি কার্যকারী। এমনকি আপনি লক্ষ্য করলে দেখবেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যখন বিভিন্ন সংস্থা বিবৃতি দিয়েছিলেন, রাশিয়াও পাল্টা বিবৃতি দেন।এ থেকে বুঝা যায়, সংস্থাগুলোর বিবৃতি তারা আমলে নেয়। তুচ্ছ মনে করেন না, তাই পাল্টা বিবৃতি দেয়।
তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, বাংলাদেশে এটি অনেকটা শীতিলতা দেখা যায়। মানে এক ধরনের পাত্তা দেয় না এমন বুঝা যায়।
বাংলাদেশে যদি এটা পুরোপুরি প্রভাব পড়তো, আপনার এমন প্রশ্ন মাথায়ও আসতো না।
আমার একান্ত ব্যক্তিগত মন্তব্য হলো বাংলাদেশ ছাড়া পৃথিবীর প্রতিটি কোণায় ৬০ % থেকে ১০০ % কার্যকারী।
বাংলাদেশ এসবের কম পাত্তা দেয়। কিন্তু এটা বাংলাদেশের ভাবমূর্তিতে নেগাটিভ প্রভাব ফেলছে।
বিশেষ করে যারা আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের সাথে জড়িত ওনাদের বড় ধরনের সমস্যায় পড়তে হয়। কারণ অর্থনীতির সাথে রাজনীতি বিশাল একটি যোগসূত্র আছে।