1 min read

‘কানাডা’ দেশটির সম্পর্কে লিখ??

1 কানাডার আয়তন??
2 কানাডার রাজধানী??
3 ভাষা??
4 কানাডা সরকারি ভাষা কি??
5 কানাডার রাষ্ট্রপ্রধান কে??

One thought on “‘কানাডা’ দেশটির সম্পর্কে লিখ??

  1. ‏আপনাকে অনেক ধন্যবাদ,

    উত্তরটি লিখছি দুবাইয়ে অবস্থিত একটি কানাডিয়ান কোম্পানির আবাসিক হোটেল থেকে,  সাথে একজন কানাডিয়ান ম্যাডাম আছেন, আমি আপনার প্রশ্নটি ওনাকে ইংরেজিতে অনুবাদ করে বললাম।

    অনেক খুশি ম্যাডাম যে, বাংলাদেশের মানুষ তার দেশ কানাডা সম্পর্কে জানতে আগ্রহী। প্রশ্নটি যদি ইংরেজিতে ওনি সরাসরি পড়তে পারতেন জানিনা কত্তটুকু খুশি হতেন।

    যাইহোক, আপনার উত্তরে আসি,

    • কানাডা উত্তর আমেরিকার একেবারেই উত্তর দিকে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। 
    • এর আয়তন ৯৯,৮৪,৬৭০ বর্গকিলোমিটার। রাশিয়ার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হলো কানাডা।
    • কানাডিয়ানরা ইংরেজি ও ফরাসি২ টি ভাষায় কথা বলেন, এমন কি ভাষা দুটি এদেশে অফিসিয়াল কাজে ব্যবহার হয়। 
    • বাংলা উইকিপিডিয়া থেকে কানাডার অর্থনীতি সম্পর্কে ১ টি তথ্য শেয়ার করছি,

    কানাডা বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির একটি। দেশটি অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এবং জি৮ গ্রুপের সদস্য। অন্যান্য উন্নতদেশগুলির মত কানাডার অর্থনীতির সিংহভাগ সেবামূলক শিল্প নিয়ে গঠিত। প্রায় তিন চতুর্থাংশ কানাডাবাসী কোন না কোন সেবা শিল্পের সাথে যুক্ত আছেন। কাঠ ও খনিজ তেল আহরণ শিল্প কানাডার প্রধানতম দুইটি ভারী শিল্প। এছাড়া দক্ষিণ ওন্টারিও-কে কেন্দ্র করে একটি উৎপাদন শিল্পব্যবস্থা গড়ে উঠেছে। এগুলির মধ্যে মোটরযান উৎপাদন শিল্প প্রধানতম।

    (উত্তরটি ভালো লাগলে অবশ্যই একটি আপভোট দিবেন) 

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *