1 min read
একজন লোক দিনে আয় করেন ২৫০ টাকা। তিনি ঘন্টায় ও মাসে আয় করেন কত টাকা?
একজন লোক দিনে আয় করেন ২৫০ টাকা। তিনি ঘন্টায় ও মাসে আয় করেন কত টাকা? অংকটি বুঝিয়ে বলুন।
একজন লোক দিনে আয় করেন ২৫০ টাকা। তিনি ঘন্টায় ও মাসে আয় করেন কত টাকা? অংকটি বুঝিয়ে বলুন।
অত্যন্ত ক্রিটিকেল প্রশ্ন
আপনি যদি জানতে চাইতে, দিনে ২৫০ হলে মাসে কত? তাহলে ২৫০×৩০= ৭৫০০ টাকা লিখতাম।
আর এখানে এটাই সঠিক উত্তর।
কিন্তু সমস্যাটা হলো ঘণ্টায় গিয়ে
আপনি এখানে দিনে ২৫০ টাকা আয়টা কয় ঘন্টা কাজ করে আয় করেন তা বলেন নি। তাই এটা একটা জটিল বিষয়ে দাঁড়িয়েছে।
আমাকে এখন দৃষ্টি দিতে হবে বাংলাদেশের শ্রম আাইনের দিকে।শ্রম আইন অনুযায়ী দিনে ৮ ঘণ্টা কাজ। এখানে ২৫০÷৮= ৩১.২৫ টাকা দাঁড়ায় ঘণ্টায়।
এই উত্তরটি বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী বললাম। এটা বিভিন্ন দেশের বিভিন্ন শ্রম আইনের উপর নির্ভর করবে।