দিনে কতটি প্রশ্ন করা যাবে বা উত্তর লিখা যাবে এটা কি নির্ধারিত?
Farjana Islamশিক্ষক
একজন জ্ঞান পিপাসু হিসেবে জানতে চাই, bdbloq.com এ কি দিনে কতটা প্রশ্ন করা যাবে বা উত্তর লিখা যাবে তা নির্ধারিত? নাকি আনলিমিটেড?
Share
ধন্যবাদ
bdbloq.com এ আপনি ইচ্ছে মত প্রশ্ন করতে পারবেন। কোনো লিমিটেড নেই।
উত্তর দেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় মানে রাখা ভালো যে,
১। একই প্রশ্নের আপনি বার বার না দিয়ে, উত্তর এডিট করে দিন। এতে আপনার উত্তরে মান ভালো হবে। আপ ভোট পাবেন, যা আপনার পয়েন্ট উপার্জন করতে অনেক অনেক বেশি সাহায্য করবে।
২। সাজিয়ে গুছিয়ে ২ লাইনের অধিক যতটুকু হয় উত্তর লিখেন। যাতে প্রশ্নের উত্তরের পাশাপাশি কিছু তথ্য পেয়ে যায়, এতে আপ ভোট পেতে সাহায্য করবে।
৩। কারো প্রশ্নের সাথে যদি আপনার প্রশ্ন মিলে যায় তাহলে সেই প্রশ্নকে আপ ভোট দিন।
অনেক সময় bdbloq চাইলে আপনার প্রশ্ন বা উত্তর ডিলেইড করে দিতে পারে। তাই উপরের বিষয়গুলো ফলো করুন।
মনে রাখবেন মানের প্রশ্ন আর মানের উত্তর আপনাকে আপ ভোট পেতে সাহায্য করবে। আর আপলোড মানে হলো একবার পরিশ্রম করলে আর সারাজীবন সেখান থেকে ইনকান করলেন।
ধন্যবাদ
ধন্যবাদ ভাই নিয়মগুলো জানানোর জন্য। নিয়মগুলো যদি হোমপেজের কোথায় দিয়ে দেয়া যায় তাহলে নতুন যারা আসবে তারা এই নিয়মগুলো দেখে নিতে পারবে প্রথমেই।
উত্তর এডিট করার অপশন আপনার উত্তর দেখে তারপর খুজে বের করলাম।
আমার এখন পর্যন্ত অভিজ্ঞতায় যতটুকু বুঝেছি এরকম কোনো লিমিট নেই
দূঃখিত এমন উত্তর ডাউন ভোট হয় যেটা আপনার পয়েন্ট মাইনাস হয়ে যাবে। ১ টা ডাউনে ভোট -১ পয়েন্ট।
সরি ভাই। এটা আমি পয়েন্টের জন্য উত্তর দেইনি। আমিও এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলাম