1 min read

একক ব্যাংকিং এর অপর নাম কি?

যে ব্যাংক শুধুমাত্র একটি অফিসের মাধ্যমে কোন নির্দিষ্ট এলাকা বা জনগোষ্ঠীর মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে তাকে একক ব্যাংকিং বলা হয়।

One thought on “একক ব্যাংকিং এর অপর নাম কি?

  1. একক ব্যাংকিং এর অপর নাম : মাইক্রো ব্যাংকিং সিস্টেম ( Micro Banking system)

    এই ব্যাংকিং এর কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো আপনার মন্তব্যে অনেকগুলো চলে আসছে। যেমন:

    • এক বা একাধিক মালিক থাকতে পারে।
    • একটি মাত্র অফিস হতে পরিচালিত হবে।
    • নির্দিষ্ট এলাকা ভিত্তিক গড়ে উঠে এই ব্যাংক।
    • কোনো শাখা ব্যাংক থাকে না।

    একক ব্যাংকিং সিস্টেম টা পৃথিবীর প্রায় দেশেই রয়েছে। এটি গ্রাহকের যথাযথ আস্থা অর্জনে সক্ষম হয়। এর পেছনের কারণ এটি নির্দিষ্ট এলাকায় গড়ে উঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *