আমরা মোল্লাদের মূখে শুনে থাকি ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করে।
তাহলে, যেখানে একজন পুরুষের চারটি বিয়ের জন উৎসাহ প্রদান করা হয়, সেখানে নারীদের ৪ বিয়ে তে দুরের কথা তাদের কোনো বন্ধুও থাকা যাবে না।
এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা কোন ধরনের ন্যায় বিচার বলবেন?
আপনি মোল্লাদের মুখের কথার রেফারেন্স হিসেবে ধরেন কেন? মোল্লাদের কথা ইসলামের রেফারেন্স নয়।
এবার আপনার প্রশ্নে আসি,
ইসলামে পুরুষকে চারটা বিয়ের প্রতি উৎসাহ প্রদান করেছে এটা কোথায় পেলেন?
ইসলাম একামত্র ধর্ম যেখানে নির্দিষ্ট করে বলা আছে একটা মাত্র বিয়ে করার আর কোন ধর্মে যদি থাকে আমাকে রেফারেন্স সহ দেখাবেন।
আর আপনি তো বিজ্ঞানে বিশ্বাস করেন তবে বিজ্ঞান দিয়ে একটা যৌক্তিক প্রমান দেখান যে প্রমানের ভিত্তিতে এটা বলা যায় যে একজন নারী একসাথে একাধিক পুরুষে সঙ্গে থাকতে পারবে! ( যৌক্তিক প্রমাণ)
বিজ্ঞানে কি ন্যায় অন্যায়ের ভিত্তি আছে?
জ্বি কুরআনের আল্লাহ বলেছে, ২ টা ৩ টা ৪ টা বিয়ে করো।
আমি এখানে ন্যায় বিচারের কথা বলছি, বিজ্ঞানের নয়। আগে প্রশ্ন পড়ুন, বুঝুন।