–
Share
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
ইউটিউবের প্রতিষ্ঠাতার গল্প শুরু হয়েছিল স্টিভ চেন, চ্যাড হার্লি এবং জাভেদ করিমের হাত ধরেই। জাভেদ করিম বাংলাদেশী বংশোদ্ভুত ও তার মা জার্মান বংশোদ্ভুত। এই ত্রয়ী সকলেই পেপ্যালের প্রথম দিকের কর্মচারী ছিলেন, যা ইবে দ্বারা কোম্পানিটি কেনার পরে তাদের সমৃদ্ধ করেছিল
২০০৪ সাল। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিন ছাত্র। তারা পড়াশুনার পাশাপাশি চাকরী করতেন অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান পেপালে। এখানেই তাদের মধ্যে বেশ ভাল একটা বন্ধুত্ব তৈরি হয়। ভাল চাকরী, ভাল বেতন। জম্পেশ কাটিয়ে দিতে পারতেন জীবনটা।
তিন বন্ধুর এই একটা জায়গায় খুব মিল, তারা কিছু একটা করতে চায় এবং একেবারে নিজেদের মতো করে। কিন্তু কি করা যায়, কি করা যায়- ভেবে পাচ্ছিলেন না।সময় গড়িয়ে যায়। একসময় তাদের মধ্যে একটা যোগাযোগের গ্যাপ পড়ে যাওয়ায়, সেই ইচ্ছাটা আর বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয় না।তারা তিনজন নড়েচড়ে বসলেন। ভাবলেন, যেহেতু চাকরী নেই, পুরনো পরিকল্পনাটা নিয়ে নতুন করে ভাবার এখনই সবচেয়ে উপযুক্ত সময়।
তিন বন্ধুর আইডিয়া –
একদিন সময় নির্ধারণ করে তিনজনের মধ্যে এক বন্ধুর বাড়িতে বসলো মিটিং। একেকজন তাদের নতুন নতুন আইডিয়া আর পরিকল্পনা বলতে বলতেই হঠাৎ তাদের মাথায় আসে একটা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট তৈরি করলে কেমন হয়? শুরু হল, এটা নিয়ে রিসার্স।
তারা দেখলেন, ইন্টারনেটের বিভিন্ন বিষয়ে ভাল ভাল ওয়েবসাইট আছে, কিন্তু ভিডিও শেয়ারিংয়ের জন্য খুব ভাল মানের কোন ওয়েবসাইট নেই। তাদের মার্কেট রিসার্সের ফলাফল বেশ ইতিবাচক, প্রচুর সম্ভাবনা দেখলেন এই ভিডিও শেয়ারিং সাইট নিয়ে।
ইউটিউবের যাত্রা শুরু হলো –
২০০৫ সালের ১৪ই ফেব্রুয়ারি প্রেমময় একটি দিনে YouTube.com নামের ডোমেইন নিবন্ধন করে ফেলা হল। এর নামকরণের আইডিয়া নিয়ে যদিও এখন পর্যন্ত নানান রহস্য প্রচলিত আছে, কিন্তু কেউই এর প্রকৃত ঘটনা উদ্ধার করতে পারেননি।
এরপর কাজে নেমে গেলেন। দুইজন কম্পিউটার প্রকৌশলী ও একজন ডিজাইন এক্সপার্ট- এই তিন বন্ধু মিলে শুরু করে দিলেন ওয়েবসাইট ডিজাইনের কাজ। বারবার পরিবর্তন, সংশোধন করে করে অবশেষে সুন্দর একটা ডিজাইন দাঁড়িয়ে গেল।
২৩ এপ্রিল “মি এট জু” নাম দিয়ে ইউটিউবের প্রথম ভিডিওটি আপলোড হল। ১৮ সেকেন্ডের ভিডিওটি জাভেদ করিম আপলোড দেন। ওহ! নামটা বলে ফেলেছি? তাহলে পুরোটাই জেনে নিন- ইউটিউবের উদ্ভাবক তিন বন্ধুর মধ্যে প্রথম উদ্যোক্তা জাভেদ করিম। তিনি একজন বাংলাদেশী বংশোদ্ভুদ।