1 min read
আল্লাহ বলছে ৪ টা, কিন্তু মুহাম্মদ করলো ১১ টা বিয়ে, সে এখানে আল্লাহর অবাধ্য করেছেন, এখন সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে?
কুরআনে আল্লাহ সর্বোচ্চ ৪ টা বিয়ের কথা বলেছেন। কিন্তু নবী মুহাম্মদ করেছেন ১১ টা। তাহলে এখানে তিনি আল্লাহর কথা অমান্য করেছেন। এখন প্রশ্ন হলো তিনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে?
জ্বি পবিত্র কুরআনে ২ টি, ৩ টি, ৪ টি যদি তাদের মধ্যে সমতা করতে না পারেন, ন্যায় বিচার করতে না পারেন ১ টির নির্দেশ দেওয়া হয়েছে।
আর বিশ্বনবী (সা) আল্লাহর নির্দেশে ১১ টি বিয়ে করেছেন। এখানে তিনি আল্লাহর আর্দেশ অমান্য করেন নি।
আল্লাহ তায়ালা নিজেই বলেছেন, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মধ্যে আর্দশ হিসেবে প্রেরণ করেছি।
খাদিজাতুল খুবরা (রা) এর ইন্তেকালের পর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদিজা যদি বেঁচে থাকতেন, আমি কস্মিনকালেও ২য় বিবাহ বন্ধনে আবদ্ধ হতাম না।
ফারজানা ম্যাম, অনেক সুন্দর উত্তর দিয়েছেন।
এভাবে এক এক করে বর্ণনা দিতে অনেক সময় লাগবে। যদি হাতে সময় থাকতো তাহলে অবশ্যই লিখতাম। তবে আমি জাস্ট কয়েকটি পয়েন্ট বলছি :