1 min read

আল্লাহ তায়ালা কেন মানুষকে সৃষ্টি করেছেন?

আল্লাহ তায়ালা মানুষদের নিয়ে কি করতে চাচ্ছেন? কেন মানুষদের সৃষ্টি করেছেন?

এভাবে সৃষ্টি করার উদ্দেশ্য কি?

2 thoughts on “আল্লাহ তায়ালা কেন মানুষকে সৃষ্টি করেছেন?

  1. আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করা তথা বিধি বিধানের বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা কুরআনে মানুষ সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য সুস্পষ্ট তুলে ধরেছেন। তিনি বলেন আমি জিন মানবজাতিকে শুধুমাত্র আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। সূরা যারিয়াতের এ আয়াতে বলা হয়েছে মানুষ সৃষ্টির উদ্দেশ্যে সম্পর্কে, মানুষ সৃষ্টিতে আল্লাহর ইচ্ছা। মানুষ সৃষ্টির উদ্দেশ্যে হলো আল্লাহর ইবাদাত বন্দেগী করা।

  2. আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা কেন মানুষ সৃষ্টি করেছেন?

    এরকম ইসলামিক প্রশ্ন দেখলে ভালো লাগে, উত্তর না দিয়ে পারি না। কালকে থেকে কয়েকবার এসেও উত্তর দেওয়ার মত কোনো প্রশ্ন আমি বাছাই করতে পারি নি। প্রথম আপনাকে ধন্যবাদ।

    এই প্রশ্নের উত্তর লিখতে অনেক সময়ের দরকার। আমি শুধু পবিত্র কুরআন থেকে কয়েকটি রেফারেন্স দিচ্ছি।

    আল্লাহ পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি করেন নি। প্রতিটি জিনিসের জন্য এক একটা উদ্দেশ্য রয়েছে।

    তেমনি মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা নিজেই পবিত্র কুরআনের সুরা জারিয়াত এর ৫৬ নং আয়াতে বলছেন।

    وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ

    আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।

    (সুরা যারিয়াত: ৫৬)

    মানুষের মর্যাদা সম্পর্কে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সুরা বনি-ইসরাঈলের ৭০ নং আয়াতে বলেন-

    وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آَدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا

    ‘আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি এবং জলে-স্থলে তাদের আরোহণ করিয়েছি, তাদেরকে পবিত্র বস্তু দিয়ে রিজিক দিয়েছি এবং আমার বহুসংখ্যক সৃষ্টির ওপর সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব দান করেছি, (সুরা বনি ইসরাইল, ৭০) 

    কুরআনের অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আরো বলেন,

    তোমাদেরকে উত্তম জাতি হিসেবে তৈরি করা হয়েছে,  তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে বাধা দেওয়া। 

     

     

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *