আল্লাহ কুরআনের এক জায়গায় বলেছেন, যে অধিক শপথ করে আপনি তার আনুগত্য করবেন না, কিন্তু আল্লাহ নিজেই কুরআনের বিভিন্ন জায়গায় অনেকবার শপথ করেছেন, তাও আবার তার সৃষ্টির। যেমন আকাশের শপথ, রাতের শপথ, সময়ের শপথ, ফজরের শপথ, আরো অনেক উদাহরণ দেওয়া যায়। এখন যদি তিনি বলেছেন যে অধিক শপথ করেন তার আনুগত্য করবেন না, তাহলে মুসলিমরা কেন এসব বিষয় জানার পরেও তার আনুগত্য করে যাচ্ছে? আশা করি উত্তর দিবেন।