1 min read

আরবি ১২ মাসের নাম বলুন তো?

আমরা ইংরেজি ১২ মাসের নাম খুব চর্চা করি। বাংলা ও করা হয় তাও খুব অল্প।  আর আরবি রমজান মাসটা খুব চর্চা হয়। দেখি বলুন তো আরবি ১২ মাসের নামগুলো।

One thought on “আরবি ১২ মাসের নাম বলুন তো?

  1. আমরা ইংরেজী ১২ মাসের নাম মুখস্ত রাখলেও আরবী ১২ মাসের নাম মনে রাখি না। একেবারে যে মনে রাখি না সেটা ভুল। “রমযান” মাসের নামতো অবশ্যই সকলের মনে থাকেই।

    মূলত আরবী মাসের নামগুলো নিয়মিত ব্যবহার করা হয় না বলেই আমরা ভুলে যাই। তাই চলুন তাহলে আরবী ১২ মাসের নাম জেনে আসি।

    ১) মুহররম

    ২) সফর

    ৩) রবিউল আউয়াল

    ৪) রবিউস সানি

    ৫) জমাদিউল আউয়াল

    ৬) জমাদিউস সানি

    ৭) রজব

    ৮) শাবান

    ৯) রমজান

    ১০) শাওয়াল

    ১১) জিলক্বদ

    ১২) জিলহজ্জ

    এগুলো মুখস্ত করলে প্রথমে মনে রাখা একটু কঠিন লাগলেও নিয়মিত মাসের নামগুলো ব্যবহার করলে আর ভুল হবে না, ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *