আমি বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করতে যাচ্ছি। মাধ্যমিকেও ভালো ফলাফল ছিল, এখন আইইএলটিএস করে ইউরোপের কাণ্ট্রিতে অনার্স করতে চাই তো এখানে আইইএলটিএস এর পাশাপাশি কোন কোর্স লাগবে কি? যেমনঃস্যাট বা উক্ত ভার্সিটির কোন ভর্তি টেষ্ট।
Ahsanশিক্ষক
আমি বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করতে যাচ্ছি। মাধ্যমিকেও ভালো ফলাফল ছিল, এখন আইইএলটিএস করে ইউরোপের কাণ্ট্রিতে অনার্স করতে চাই তো এখানে আইইএলটিএস এর পাশাপাশি কোন কোর্স লাগবে কি? যেমনঃস্যাট বা উক্ত ভার্সিটির কোন ভর্তি টেষ্ট।
Share
আপনি ইউরোপীয় দেশগুলোতে স্কলারশিপ নিয়ে পড়তে চাইলে, একাডেমিক রেজাল্ট সবার আগে গুরুত্ব পেতে হবে।
IELTS এক্ষেত্রে যথেষ্ট। তবুও যদি আপনার যথেষ্ট সময় থাকে আপনি GRE কোর্সটা করতে পারেন। এটা আপনার স্বপ্ন পূরণে আরো একধাপ এগিয়ে নিতে সাহায্য করবে।
ধন্যবাদ