আমি ছোটবেলা থেকে নামাজে অভ্যস্ত। জীবনের বেশিরভাগ সময় অনেক সুন্দর কাটিয়েছি। কিন্তু শয়তানের চরম ধোঁকায় মনে হচ্ছে আমি দ্বীন থেকে অনেক দূরেই চলে গেছি। আমাকে কোনো আমল বা প্রাকটিস বলবেন? যেগুলো অনুসরণ করে আমি নিজেকে মহান আরশের মালিকে একান্ত কাছে যেতে পারি?
Share
আমি আপনাকে সাজেস্ট করবো আপনি পাচ ওয়াক্ত নামাজ পড়ুন,নিজের করা কৃতকর্ম গুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান।তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন।মিথ্যা বলা ছেড়ে দিন।বাবা মায়ের সেবা করুন।অবসরে আল্লাহর জিকির করুন।সর্বদা পবিত্র থাকার চেষ্টা করুন।সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বিতাড়িত রাখুন।মন দিয়ে নিজের কাজ করুন,পাপ করার আগে ভাবুন আল্লাহ আপনাকে দেখছে তার জবাবদিহি আপনাকে করতে হবে।এপ্লাই করুন নিজের জীবনে কাজে দিবে ইনশাআল্লাহ