1 min read

আপনি কোনটি সাপোর্ট করেন? আর্জেন্টিনা নাকি মেসি?

আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকায় অবস্থিত একটি দেশ, যেখানে মেসি একজন পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেছেন এবং বেড়ে উঠেছেন। তারা সরাসরি সম্পর্কিত নয়, তবে মেসি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার জন্য পরিচিত এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড়দের একজন হিসাবে বিবেচিত হয়।

10 thoughts on “আপনি কোনটি সাপোর্ট করেন? আর্জেন্টিনা নাকি মেসি?

  1. আমি কোন দল বা ব্যক্তি না, বরং আমি ভালো খেলোয়াড়কে সবসময় সাপোর্ট করি, যেমন এক সময় রোনালদোর জনপ্রিয়তা ছিল আকাশ সমান আর এখন রোনালদোকে ছাড়িয়ে গেছে মেসি। মেসির চেয়ে যদি আজ অন্য কেউ তার চেয়ে বেশি ভালো করেন, তাহলে সেও ফুটবল ভক্তদের হৃদয় কেড়ে নিবেন আর জনপ্রিয়তা অর্জন রাতারাতি হয়ে যাবে।

  2. উভয়ই।

    ছোটবেলা থেকেই ম্যারাডোনার গল্প শুনে বড় হয়েছি। যদিও উনার খেলা কখানো দেখিনি।

    তখন থেকেই আর্জেন্টিনার প্রতি ভালো লাগা।

    সেই পালে হাওয়া দিয়েছে লিওনেল মেসি।

    তাই উভয়ই সাপোর্ট করি।

  3. আর্জেন্টিনা এবং মেসি একে অপরের পরিপূরক

  4. সার্পোট তো আর্জেন্টিনা কেই করি,

    কিন্তু প্রিয় খেলোয়াড় এবং আইডল হলেন মেসি

  5. আমি পার্সোনালি ব্রাজিল সাপোর্ট, আর্জেন্টিনাকে কখনোই না। কিন্তু যদি কোন প্লেয়ার ভালো খেলে থাকে সে ক্ষেত্রে তাকেও সাপোর্ট করি। বর্তমান সময়ে মেসি খুবই ভালো একজন প্লেয়ার। মেসি ছাড়াও নেইমার এমবাপ্পের খেলাও ভালো লাগে।এখানে আমরা কোন দল সাপোর্ট করি এটা বিষয় না,মেসি অনেক ভালো খেলে যার কারণে মেসির খেলা দেখতে খুব ভালো লাগে।পেলে,ম্যারাডোনা,রোলানদিনহো এক সময় সেরা প্লেয়ার। বর্তমান সময়ে মেসিই সেরা।

     


  6. আমি দল হিসেবে আর্জেন্টিনা সাপোর্ট করি।

    আর খেলোয়াড় হিসেবে মেসিকে সাপোর্ট করি।

  7. ব্যাক্তিগতভাবে ব্রাজিলের খেলা ভালো লাগে, তবে মেসির খেলা ভালো লাগে, মেসির বা-পায়ে অসাধারণ শুটগুলোকে খুব মিস করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *