1 min read

আপনি কেন রাত জাগেন?

আমাদের সমাজের অনেক শিক্ষিত লোক আছেন যারা অনেক রাত জাগেন। যদিও কোনো কাজ না থাকে তারপরেও জাগেন।

আবার সকালে উঠেন প্রায় ৮/৯ টার পর। আপনিও ওনাদের মত একজন? যদি তাই হয়, তাহলে কেন এমন করেন?

One thought on “আপনি কেন রাত জাগেন?

  1. প্রথমেই বলে নেই রাত জাগা একটি অস্বাস্থ্যকর অভ্যাস। তবু অনেকেই এটি করি।

    এবার আসি আমি কেন রাত জাগি সেই প্রসঙ্গে:

    আমার রাত জাগার শুরু ক্লাস ৯-এ উঠার পর থেকেই। তখন সেই সকালে বাড়ি থেকে বের হয়ে যেতে হতো প্রাইভেট পড়ার জন্য। প্রাইভেটের পর স্কুল। তারপর আবার প্রাইভেট। এসব করতে করতে বাড়ি ফিরতে সন্ধা হয়ে যেত। কিছুটা ক্লান্তও থাকতাম। তাই সন্ধায় বাড়ি ফিরে ঘুমিয়ে পড়তাম।

    তারপর রাত ১২ টার দিকে ঘুম থেকে উঠে পড়াশুনা করতাম। আর ঘুমাতাম না। এভাবেই এস.এস.সি পার করে দিয়েছি।

    ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পর কলেজে প্রতিদিন ক্লাস শুরু হতো ৮.২০ মিনিটে। তাই তখন ঠিক সময়ে ঘুমিয়ে ভোরে উঠতে হতো। আমার অভ্যাস ঠিক হয়ে গিয়েছিল। এটাই ধরে রাখতে চেয়েছিলাম। তবু মাঝে মাঝে কেমন করে যেন রাত জাগা হয়ে যেত।

    আর বর্তমানের কথা বললে, দিনের বেলা কারেন্ট বারবার যাওয়া আসা করে। তাই ঠিকমতো কাজ করতে পারি না। এজন্য বেশিরভাগ সময় রাতেই কাজ করি। কারন রাতে খুব একটা লোডশেডিং হয় না। আপাতত এটাই মূলত রাত জাগার কারন।

    তবু এখন সর্বোচ্চ চেষ্টা করছি রাত জাগা বন্ধ করতে। কারন আল্লাহ তায়ালা রাত দিয়েছেন ঘুমের জন্য। আর দিন কাজের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *