ধন্যবাদ আপনাকে, ads click: ads এ ক্লিক দিয়ে আর্ন করেছি। ভিডিও দেখে: অনেক ওয়েব সাইট আছে বিদেশি, যেগুলোতে ভিডিও দেখে ইনকাম করা যায়। গ্রাফিক্স ডিজাইন : আমার কোর্স চলাকালীন সময়ে, ফেসবুকে একটা পোস্ট দেখলাম ভিজিটিং কার্ড করে দিতে হবে। ওনার কাজটি করে দিলাম। এত কাজ করলাম, ইনকাম করলাম, অনাকাঙ্ক্ষিতভাবে আজো কোনো টাকা হাতে পাইনি। Reply
আপনার জন্য সমবেদনা জানাচ্ছি। আপনি এতদিন প্রতারকদের পাল্লায় পড়েছেন বলে কিছুই হাতে পাননি। আপনার বিডিব্লক আইডিতে ৭৬৩ পয়েন্ট জমা হয়েছে দেখলাম। আপনি আরেকটু চেষ্টা করেন। ১০০০ পয়েন্ট হলে ইনশাআল্লাহ আপনি প্রথমবারের মতো সত্যিই টাকা হাতে পাবেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু Reply
ধন্যবাদ আপনাকে,
আপনার জন্য সমবেদনা জানাচ্ছি।
আপনি এতদিন প্রতারকদের পাল্লায় পড়েছেন বলে কিছুই হাতে পাননি।
আপনার বিডিব্লক আইডিতে ৭৬৩ পয়েন্ট জমা হয়েছে দেখলাম। আপনি আরেকটু চেষ্টা করেন। ১০০০ পয়েন্ট হলে ইনশাআল্লাহ আপনি প্রথমবারের মতো সত্যিই টাকা হাতে পাবেন।
আপনার জন্য শুভকামনা রইলো আপু