1 min read
আপনি ইংরেজিতে কতটা দক্ষ? এই দক্ষতা কিভাবে অর্জন করেছেন?
ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। এটির প্রয়োজনীয়তা অনেক। কিন্তু আমরা এটি সহজে শিখতে পারি না।
তাই আপনার গল্প জানতে চাচ্ছি।
ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। এটির প্রয়োজনীয়তা অনেক। কিন্তু আমরা এটি সহজে শিখতে পারি না।
তাই আপনার গল্প জানতে চাচ্ছি।
আপনার প্রশ্নের প্রথম অংশে আসি:
নিজের সাথে কোনো বিষয়ে দক্ষ শব্দটা ব্যবহার করতে একেবারেই নারাজ আমি, তবে একটি কথা বলি, যে আমার এ বিষয়ে আত্মাবিশ্বাস আছে। আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী।
আমি ELL নিয়ে পড়ছি, আমার বিশ্ববিদ্যালয়ে খুবই কম যাওয়া হয়্। তবুও আলহামদুলিল্লাহ আমি সন্তোষজনক রেজাল্ট করি, আমি আমার ডিপার্টমেন্টে ১ম। আলহামদুলিল্লাহ।
দেশের বাহিরে বিভিন্ন জায়গায় যাওয়া হয়। যদিও আমি আরব রাষ্ট্রগুলোতে বেশির ভাগ সময় আসা যাওয়া করি তারপরেও প্রতিষ্ঠানের কাজে আরবি এবং ইংরেজি ভাষায় সমানভাবে থাকতে হয়।
ইংরেজি ভাষা যেভাবে শেখা:
আমি বাংলাদেশেই পড়াশোনা করেছি, এখনো করছি, এমন কি বাংলা মিডিয়ামে পড়েছি, তবুও পরিবার থেকে আরবি এবং ইংরেজি ভাষাটা মাতৃভাষার মত করে শিখেছি।
কখনো গ্রামারের দিকে চোখ যায় নি, বাসায় সবার সাথে আরবি আর ইংরেজি ভাষায় কথা বলা হয়।
আমরা যখন ক্লাস ফাইভ সিক্সে পড়তেছি, তখন আমরা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের মাতৃভাষা বাংলা।
এখনো যদি কোনো আরবের সাথে কথা বলি কম মানুষই বুঝতে পারেন যে আমি আরবের মেয়ে না।
আবার যখন কোনো ইউরোপীয়নদের সাথে কথা বলি, ওনারাও বুঝতে পারেন না যে আমি ইউরোপীয়ন কেউ না।
সবশেষে আমি বলবো, শেখার পেছনে আমাদের পরিবারই সবচেয়ে বড় জায়গা ছিল।
ইংরেজিতে কত দক্ষ :
আসলে দক্ষতা শব্দটা বলতে আনইজি ফিল করি। ছোট বেলা থেকে ইংরেজি শেখার প্রতি একটা আগ্রহ ছিল। এখনো আছে।
তবে সৌভাগ্যক্রমে আমার আরবি শেখাটা বেশি হয়েছিল, কারণ প্রথম দিকে পারিবারিক চাপ আর পরবর্তীতে ভালো লাগা থেকে শেখা।
ইংরেজি ভাষার উপর আমার দখল না থাকলেও পরীক্ষায় ভালো করার মত আলহামদুলিল্লাহ যথেষ্ট দখল ছিল।
কিভাবে শেখা:
যেহেতু একটা আগ্রহ ছিল ছোটবেলা থেকে, তাই বইয়ের পাশাপাশি কোথাও কোনো ইংরেজি শব্দ দেখলে মনে রাখার চেষ্টা করতাম। লিখে রাখতাম সাধ্যমত।
পরিবারে সবাই পড়াশোনা করতেন, আমি আমার বইয়ের ইংরেজি শব্দগুলো আয়ত্ত্ব করার পাশাপাশি আপুদের বইয়ের শব্দগুলোও আয়ত্ত্ব করার চেষ্টা করতাম।
অনেক সময় আরবি পাঠ্য বইয়ের আরবি শব্দগুলে ইংরেজিতে নোট করতাম।
তবে ভাষার, মানে বলার দক্ষতা একেবারেই নেই বললে চলে।