1 min read

আপনার সৌদি ভ্রমণের কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন কি?

সৌদি আরব মুসলিম বিশ্বের একটি সম্মানিত দেশ। পবিত্র মক্কা নগরী ও মদীনা শহরের জন্য সকলের কাছে দেশটি খুব পরিচিত।

One thought on “আপনার সৌদি ভ্রমণের কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন কি?

  1. সৌদি আরব ভ্রমণের প্রথম অভিজ্ঞতা :

    আমি মনে করতে পারছি না প্রথম কত সালে সৌদি আরব গেছি। তবে ঐ সময়ের কয়েকটা বিষয় আমার মনে আছে।

    • বিমান থেকে নেমে যখন নামতেছিলাম, তখন মনে হলো আকাশ থেকে যেন আগুনের কণা পড়তেছে। এত গরম ছিল।
    • সৌদি আরবের খাবারগুলো অসাধারণ লাগতো। এখনো ভালো লাগে। কিন্তু এখন বেশি বেশি যাওয়াতে আকর্ষণ টা কমে গেছে।
    • আরেকটা বিষয় হলো হেরাম শরীফ তাওয়াফের অভিজ্ঞতা।  জীবন থেকে কখনো মুছতে পারবো না। চাইও না মুছতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *