1 min read

আপনার পড়া সেরা ৫ টি বইয়ের নাম বলবেন কি, যেগুলো আপনাকে অনুপ্রাণিত করেছেন?

আমাকে এমন কিছু বইয়ের নাম বলুন, সেগুলো আপনাকে আজো অনুপ্রেরণা দিচ্ছে। যেগুলো পড়ে মনে হলো এসব বই আরো আগে পড়া উচিত ছিল।

ধন্যবাদ

9 thoughts on “আপনার পড়া সেরা ৫ টি বইয়ের নাম বলবেন কি, যেগুলো আপনাকে অনুপ্রাণিত করেছেন?

  1. ধন্যবাদ,

    আমার পড়া সেরা ৫ টি না আমি ১০ টি বইয়ের নাম বলছি, এসব বইয়ের লেখকের কাছে আমি ঋণী।  আপনিও পড়তে পারেন:

    1. ফেরা
    2. তুমিও জিতবে
    3. মনটাকে কাজ দিন
    4. সফল মানুষের পরিচয়
    5. মোরা বড় হতে চাই
    6. স্বপ্নের ঠিকানা
    7. তরুণ তোমার জন্য
    8. বৈজ্ঞানিক মুহাম্মদ (সা)
    9. প্যারাডিক্সক্যাল সাজিদ ১-২
    10. মানবতার বন্ধু মুহাম্মদ (সা)
  2. ১. কারাগারে রাত-দিন।
    ২. ফেরা
    ৩. তুমিও জিতবে
    ৪. সত্য চিরসুন্দর ও বিকৃতিহীন (উপন্যাস)
    ৫. সফল মানুষের পরিচয়

  3. আমার পড়া ৫টি অনুপ্রেরণামূলক বই হলো:

    ১. দ্য আলকেমিস্ট – পাওলো কোয়েলহো।

    ২. মোরা বড় হতে চাই।

    ৩. রিচার্জ ইউর ডাউন ব্যাটারি – ঝংকার মাহবুব।

    ৪. রবিনসন ক্রুশো – ড্যানিয়েল ডিফো।

    ৫. ইউ ক্যান উইন – শিব খেরা।

    ৪ নম্বর বইটি পড়ে কিভাবে শত প্রতিকূলতা মোকাবেলা করা যায় তা শিখেছি ও অনুপ্রাণিত হয়েছি সবচেয়ে বেশি।

  4. আমি আরো ৫টি অনুপ্রেরণামূলক বইয়ের নাম উল্লেখ করি।

    ১. বেলা ফুরাবার আগে – আরিফ আজাদ।

    ২. থ্রি এএম সিরিজ।

    ৩. আমাজনিয়া।

    ৪. জিরো টু ওয়ান।

    ৫. মিস্টেরিয়াস আইল্যান্ড – জুল ভার্ণ।

  5. ১.বাঁচতে হবে সসম্মানে

    ২.সীরাতে ইবনে হিশাম

    ৩.প্যারাডক্সিক্যাল সাজিদ

    ৪.বিজ্ঞান, বাইবেল ও কুরান

    ৫.তুমিও জিতবে

    ৫.সবাই স্বর্গে যেতে চায়,কেউ মরতে চায়না।

  6. ১.বেলা ফুরাবার আগে।

    ২.রবিনসন ক্রসো।

    ৩.প্যারাডেক্সিক্যাল সাজিদ।

    ৪.পথের পাঁচালী।

    ৫.টারজন।

     

  7. ১.বেলা ফুরাবার আগে।

    ২.রবিনসন ক্রসো।

    ৩.প্যারাডেক্সিক্যাল সাজিদ।

    ৪.পথের পাঁচালী।

    ৫.টারজন।

     

  8. ১.বেলা ফুরাবার আগে।

    ২.রবিনসন ক্রসো।

    ৩.প্যারাডেক্সিক্যাল সাজিদ।

    ৪.পথের পাঁচালী।

    ৫.টারজন।

     

  9. আমার পড়া ৫টি অনুপ্রেরণামূলক বই হলো:

    ১. দ্য আলকেমিস্ট – পাওলো কোয়েলহো।

    ২. মোরা বড় হতে চাই।

    ৩. রিচার্জ ইউর ডাউন ব্যাটারি – ঝংকার মাহবুব।

    ৪. রবিনসন ক্রুশো – ড্যানিয়েল ডিফো।

    ৫. ইউ ক্যান উইন – শিব খেরা।

    ৪ নম্বর বইটি পড়ে কিভাবে শত প্রতিকূলতা মোকাবেলা করা যায় তা শিখেছি ও অনুপ্রাণিত হয়েছি সবচেয়ে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *