আপনার কর্মজীবনের প্রথম কাজটি কী ছিল? সেটি কি সফল হয়েছিল? আপনি সেই কাজটি করে কী শিক্ষা লাভ করলেন?
Ahsanশিক্ষক
আপনার কর্মজীবনের প্রথম কাজটি কী ছিল? সেটি কি সফল হয়েছিল? আপনি সেই কাজটি করে কী শিক্ষা লাভ করলেন?
Share
আমি হাউজ ওয়াইফ।আমি মা,আমি কারো ওয়াইফ কারো ভাবী কারো ছেলের বউ।এটার আমার পরিচয়। তেমন করে কর্মজীবন শুরু করা আমার হয়ে ওঠেনি।তবে ঘুম থেকে ওঠে নামাজ পড়ে রান্না করে বাচ্চাদের খাওয়াতে হয়,তাদের রেডি করানো স্কুলে পাঠানো, তাদের জামাকাপড় দোয়া ঘর ঝাড়ু দেওয়া এগুলোই আমার রোজকার কাজ।এটাই আমার কর্মজীবন। কি পেয়েছি কি পাইনি তা নিয়ে আফসোস নেই আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি আলহামদুলিল্লাহ।