- ভুলে যাওয়ার অভ্যাস থাকলে, যেটা করছেন সেটা আওয়াজ করে বলুন। যেমনঃ বাসা থেকে বের হওয়ার সময় অথবা ঘুমাতে যাওয়ার সময় (দরজার তালা লাগিয়েছি)। গ্যাসের চুলা অফ করার সময়- চুলা অফ করেছি। ফলে ঘুরতে বের হয়ে গিয়ে টেনশন করতে হবে না যে, দরজা লক করে এসছেন নাকি করেন নাই।
- অনলাইন কেনাকাটায়, পন্যের থ্রি স্টার ও ফোর স্টার রিভিউ দেখুন। এই রিভিউগুলো আসে কাস্টমারের কাছ থেকে। সেলার নিজে রিভিউ দিলে সেটা অবশ্যই ফাইভ স্টার দিবে। আর, তাদের কম্পিটিটর রিভিউ দিবে ওয়ান স্টার।
- সিদ্ধান্ত নিতে পারছেন না দুটির মধ্যে কোনটি সিলেক্ট করবেন। কয়েন ছুড়ে লটারি করে ফেলুন।
- যার উপদেশ আপনার পছন্দ নয়, তার কাছ থেকে সমালোচনা গহন করবেন না।
- সাদা কিংবা লাইট ড্রেসের ভিতরে অন্য আরেকটি ড্রেস (যেমনঃ ট্যাংকটপ) পরতে হয়, সেটি আপনার বাইরের ড্রেসের সাথে না মিলিয়ে স্কিনের সাথে মিলিয়ে পড়ুন।
জীবনকে পরিবর্তন করার জন্য কোনো পরামর্শ? আমি আপনার প্রশ্নের সাথে দ্বিমত পোষণ করছি।
আসলে জীবনে আমরা পরিবর্তন করে ফেলছি, জীবনের সুন্দর পথ থেকে আমরা ছিটকে পড়েছি। তাই আমি বলবো জীবনকে পরিবর্তন নয়৷ জীবনে আগের জায়গায় নিয়ে যেতে বলবো।
অনেকগুলো পয়েন্ট লিখে আবার মুছে দিলাম।
একটা পরামর্শ দিতে পারি, আপনি আপনার রবের সন্তোষ অর্জন করুন”
রবের সন্তোষ অর্জনের জন্য ৪ টি বিষয়ে মনোযোগ দিন।
আল্লাহ আমাদের ক্ষমা করুন। আমল করার তাওফিক দিন। আমিন