1 min read

আগামী ৫ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান?

আপনার জীবনের লক্ষ্য ঠিক রেখে, আপনি পড়াশোনা অনলাইনে সময় দেওয়া সব করতেছেন। হাঁটি হাঁটি পা পা করে আজ এখানে লিখছেন। তো আমার জানার ইচ্ছে হলো আগামী ৫ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান?

One thought on “আগামী ৫ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান?

  1. ৫ বছর। সেতো অনেক সময়!

    আল্লাহ তায়ালার চেয়ে বড় পরিকল্পনাকারী আর নেই। কোনো কিছুই নিজের ইচ্ছা মতো হয় না। যেমন, ছোট বেলা থেকে যা হতে চেয়েছি সময়ের ব্যবধানে সেই ইচ্ছে পরিবর্তন হয়েছে, ব্যার্থ হয়েছি, অন্য পথে হেঁটেছি, হাঁটছি এভাবেই চলছে।

    আমার পেছনের সারির বন্ধুদের অনেকে ঢাবি সহ বিভিন্ন পাবলিক ভার্সিটিতে পড়ছে। সরকারের কিছু নিয়ম চেঞ্জ করার কারনে আমি পাবলিক ভার্সিটিতে পরীক্ষাই দিতে পারিনি। এটা নিয়ে অনেকদিন ডিপ্রেশনে ছিলাম। এখন আলহামদুলিল্লাহ ঐসব চিন্তা আর নেই।

    হাই-স্কুল থেকেই ইচ্ছা উদ্যোক্তা হব। মাঝে মাঝে বিভিন্ন বিজনেস আইডিয়া মাথায় আসে। শুরু করতে চাই। কিন্তু কেন যেন শুরু করা হয় না

    ট্র্যাডিশনাল চাকরির প্রতি আমার এখনো আগ্রহ জন্মেনি। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন বেশিরভাগ স্টুডেন্টের থাকে। কিন্তু আমার মাঝে এখনো বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন আসেনি।

    ৫ বছর পর কোথায় থাকব তা পরিকল্পনা করার সাধ্য আমার নেই। কিন্তু ইচ্ছাতো প্রকাশ করতেই পারি।

    • দক্ষ একজন লেখক হওয়া।
    • নিজের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান।
    • মা-বাবা তথা পরিবারের সাথে থাকতে পারা।
    • নিজের গ্রামে থাকতে পারা। কারন শহর আমাকে টানে না।
    • আরেকটা আছে বলা যাবে না !!!

    দোয়া চাই যেন আল্লাহ তায়ালা উত্তম ভাবে এগুলো অর্জনের তাওফিক দান করেন।

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *