1 min read
আকাশে চলাচলের সময় বিমান কি নির্দিষ্ট পথ/রেখা ধরে চলে?
শুনা যায় আকাশে নির্দিষ্ট রেখা ধরে বিমানগুলো চলাচল করে।
এই ব্যাপারটা কতটুকু সতি? বিমানকি আসলেই রেখা ধরে চলে?
শুনা যায় আকাশে নির্দিষ্ট রেখা ধরে বিমানগুলো চলাচল করে।
এই ব্যাপারটা কতটুকু সতি? বিমানকি আসলেই রেখা ধরে চলে?
আকাশে চলাচলের সময় বিমান কি নির্দিষ্ট পথ/রেখা ধরে চলে?
জ্বি, আকাশে চলাচলের সময় বিমান নির্দিষ্ট রেখা বেয়ে চলে। আমার মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যাওয়ার সুযোগ হয়।
গত গতবছর আমার পরিবারসহ আবুধাবি থেকে wego কোম্পানির একটা ফ্লাইট করে দেশে আসার সময় এটা খুব ভালো করেই দেখছিলাম।
এই ফাঁকে বিমানের একটি ভয়ংকর গল্প বলি, গত কয়েকমাস আগে কুয়েত গেছিলাম, সাথে আমার বড় আপু ছিলেন, Al-Jazzera এয়ারলাইনসের একটি ফ্লাইট ছিল। মাঝ পথে বিমানটি কাঁপতে শুরু করলো।
এবার যখন বিমান কতৃপক্ষ থেকে ঘোষণা আসলো যে, আমরা বর্তমান একটি ঝুঁকিপূর্ণ এলাকার উপর দিয়ে যাচ্ছি, আপনারা সিট ব্যাল্ট পড়ে নিন। তখন সবার যে একটা অবস্থা দেখলাম। সবার মূখে আল্লাহ আল্লাহ।
উত্তরটি ভালো লাগলে অবশ্যই একটি আপভোট দিবেন