আমি একজন স্টুডেন্ট আমি অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতে চাই। কিন্তু আমার দক্ষতা কম। আমি কিভাবে টাকা উপার্জন করতে পারি??
Share
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
ধন্যবাদ আপনাকে,
প্রথমে বলে রাখি আমি নিজেও একজন স্টুডেন্ট। মাত্র অনার্স ২য় সেমিনারে পড়ি।
আমিও আপনার মত স্বনির্ভর হতে চাই।আমি ২ টা জিনিস একসাথে চাই:
তাই bdbloq.com কে নিজের জায়গা থেকে ভালোবেসে নিয়েছি। এর মাধ্যমে আমি ২ টি জিনিস একসাথে পাবো। আমি উত্তর লিখতে লিখতে যেমন ইনকাম করছি, তেমনি আমার লিখাগুলোর মান বাড়াতে চেষ্টা করছি।
আপনি দেখবেন আমার প্রথম দিকের উত্তরগুলো খুব একটা ভালো না। এখন অনেকটা ইম্প্রুভ হচ্ছে। আরো হবে।
একটা সময় আমার হাত লেখার জন্য দক্ষ হয়ে উঠবে। আমি এখানে প্রশ্ন উত্তর লিখালিখি করে নিজেকে যখন তৈরি করতে পারবো,
একসময় bdbloq.com তাদের ব্লগ লিখার জন্য আমাকে অফার করতেও পারে। আমি যতটুকু জানি এখানে স্থায়ীভাবে লিখক হিসেবে যোগদান করার সুযোগ আছে।
এছাড়াও লেখার মান ভালো হলে অবশ্য যে কোনো জায়গায় থেকে অফার আসতে পারে।
আমার দিক থেকে মনে হয় আমি সঠিক জায়গায় এসেছি। কারণ আমি এই প্রজেক্ট বা অনলাইনে অনেক জনকে সফল হতে দেখেছি।
দক্ষতা ছাড়া অনলাইনে কাজ করে উপার্জন করার চিন্তা করা অনর্থক। একেবারে অসম্ভব, তা বলছি না। কিন্তু কেন আপনি সামান্য কয়েকটা টাকার জন্য অমানুষিক পরিশ্রম করবেন আর শেখার সময়টাকে নষ্ট করবেন?
আগে কাজের যোগ্যতা অর্জন করুন তারপর কী করতে হবে তা নিজেই বুঝে যাবেন। যোগ্যতা অর্জনের জন্য যেকোনো প্লাটফর্মকে ফলো করতে পারো।যেমন-
YouTube, bdbloq.com , paragraph written,vedio create ইত্যাদি ছাড়াও আরো অনেক সাইট রয়েছে।যার সাহায্যে স্টুডেন্টরা খুব সহজেই অর্থ উপার্জন করতে পারে।
দেখুন আমিও একজন স্টুডেন্ট। তাই আপনার অবস্থান আমি বুঝতে পারছি। বর্তমানে আসলে দক্ষতা না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। কারন প্রতিটি ক্ষেত্রে প্রচুর প্রতিযোগীতার সম্মুখীন হতে হয়।
এক্ষেত্রে করার মতো দুটি উপায় আছে।
আমি ২য়টি বেছে নিতে বলব। কারন পুরোপুরি কাজে দক্ষ হতে বেশ কিছুটা সময় প্রয়োজন। তাই আপনি যদি কাজ শিখতে থাকলেন পাশাপাশি কিছু হাতখরচ পান তাহলে এটাই ভালো অপশন হবে মনে করি।
বিডিব্লক.কম থেকে এই সুযোগ পাচ্ছেন। অন্যান্য প্রতিষ্ঠানও যদি এরকম সুযোগ দেয় সেটাও গ্রহন করতে পারেন।
লেগে থাকাটাই হচ্ছে মূখ্য বিষয়। আমি প্রথমে গ্রাফিক ডিজাইন শিখেছিলাম কয়েকমাস। তারপর লেগে থাকতে পারিনি। এরপর কোডিং শিখেছি ৩ মাস। সেটাও ছেড়ে দিয়েছি।
এখন প্রায় ৬/৭ যাবৎ কনটেন্ট রাইটিং নিয়ে আছি। এখনো শিখছি এবং পাশাপাশি অন্তত ইন্টারনেট বিলটাতো তুলতে পারছি। এটাই বা কম কিসে?
যদি আমিও লেগে থাকতে পারি কনটেন্ট রাইটিং নিয়ে ইনশাআল্লাহ সফলতা আসবে। আপনিও চেষ্টা করুন পছন্দের কাজ শিখতে ও লেগে থাকতে। তাহলে আপনিও সফল হবেন ইনশাআল্লাহ।