1 min read

অনলাইন থেকে কিভাবে ইংরেজি শেখা যায়?

ইংরেজির প্রয়োজনীয়তা অনেক। কিন্তু আমরা এটি সহজে শিখতে পারি না।

তাই অনলাইন থেকে কিভাবে শেখা যায়?

One thought on “অনলাইন থেকে কিভাবে ইংরেজি শেখা যায়?

  1. অনলাইনে ইংরেজি শেখা:

    • শব্দ ভাণ্ডার বাড়ানো: 

    অনলাইন আর অফলাইন যেখানে হোক, ইংরেজি শেখার জন্য শব্দ ভাণ্ডার অবশ্যই বাড়াতে হবে। অনলাইনকে শব্দ ভাণ্ডার বাড়ানোর কাজে ব্যবহার করা যেতে পারে।

    যেমন: social media তে যেসব ভাইরাল বিষয় চোখে পড়ে, এসব বিষয়ের উপর ব্যবহৃত শব্দগুলো আয়ত্ত্বে আনা যায়। সময় নিয়ে ডিকশনারি দেখতে হবে না। গুগলে সার্চ করে শিখে নেওয়া যায়।

    • ভিডিও দেখে:

    ১০ মিনিট স্কুলসহ আজ শত শত ইউটিউব সাইট আছে যেখানে আপনি ব্যসিকটা ভালো শিখতে পারবেন। এখান থেকে হ্যাল্প নেওয়া যায়।

    • নিউজপেপার বা ম্যাগাজিন:

    ইংরেজি নিউজপেপার বা ম্যাগাজিন পড়ার অভ্যাস করা যায়। এটা আপনাকে কিনতে হবে না। গুগলে সার্চ করলে হাজার হাজার পেইজ দেখাবে যেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন।

    • পেইড কোর্স: 

    এখানে এসে আপনার কনফিডেন্স বাড়ানোর জন্য একটা পেইড কোর্স করতে পারেন।  এতে আরো পাকাপোক্ত হওয়া সম্ভব।

    • অনুশীলন:

    অনলাইনে যদি কোনো বন্ধু থাকে তার সাথে অনুশীলন করা যায়। বিশেষ করে ইউরোপীয় কোনো বন্ধু হলে সবচেয়ে ভালো হয়।

    বি:দ্র: সময় স্বল্পতার কারণে বিস্তারিত লিখতে পারিনি। ইনশাআল্লাহ পরবর্তী আরো বিস্তারিত লিখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *