আমি ছোটবেলা থেকে নামাজে অভ্যস্ত। জীবনের বেশিরভাগ সময় অনেক সুন্দর কাটিয়েছি। কিন্তু শয়তানের চরম ধোঁকায় মনে হচ্ছে আমি দ্বীন থেকে অনেক দূরেই চলে গেছি। আমাকে কোনো আমল বা প্রাকটিস বলবেন? যেগুলো অনুসরণ করে আমি নিজেকে মহান আরশের মালিকে একান্ত কাছে যেতে পারি?
bdbloq.com Latest Questions
আমাদের সবার জীবনে কম বেশি সফলতার এবং ব্যর্থতার গল্প আছে, আপনার এমন একটি গল্প বলুন, যা আমাদেরকে অনুপ্রেরণিত করবে।
সাফল্যের সংজ্ঞায় আপনি কি বলবেন? সফলতা যদিও আল্লাহর কাছে তবুও মানুষ চরম ও পরম ভাবে পরিশ্রম করে যায়। দুনিয়ার জীবনে সফলতার জন্য এক ধরনের অঘোষিত যুদ্ধ করেন।
আজকে ফেসবুক ব্রাউজ করার সময় সাফল্যের গল্প গাঁথা পোস্টে পরিপূর্ণ ছিল। একজন শিক্ষার্থী (মুসলিম) সে ব্যর্থ হয়ে স্বয়ং আল্লাহর দিকে অভিযোগের আঙুল তুলছে ( নাউজুবিল্লাহ)। বলছেন আমার চেষ্টার কোনো কমতি ছিল না। আল্লাহ আমাকে সাহায্য করেন নি( নাউজুবিল্লাহ) আপনি কিভাবে এরকম ডিপ্রেশনে থাকা মানুষকে প্রশান্তি দিবেন?
আপনার কর্মজীবনের প্রথম কাজটি কী ছিল? সেটি কি সফল হয়েছিল? আপনি সেই কাজটি করে কী শিক্ষা লাভ করলেন?
নিয়োগকর্তা যদি ভুলবশত তাঁর কর্মচারীকে ₹৪৩০০০-এর পরিবর্তে তার বেতন হিসাবে ₹১.৪৩ কোটি প্রদান করে, তাহলে সেই কর্মচারী যদি তারপর পদত্যাগ করে এবং অদৃশ্য হয়, সেটি কি বুদ্ধিমানের কাজ?
শিক্ষা সফরে যেতে চাই। কিন্তু বাবা মাকে কিছুতেই রাজী কারাতে পারছি না। কী করা যায়?
পৃথিবীর কোনো ধর্ম নারীর ব্যক্তিগত বিষয় পোশাক নিয়ে হস্তক্ষেপ করে না। কিন্তু ইসলামে দেখি সেটাতে ভয়ংকর রকমের কঠোরতার অবলম্বন করেন। সবচেয়ে দূঃখজনক সত্য যে সেটা আজকের বৈজ্ঞানিক যুগেও মোল্লাটা চৌদ্দশ বছরের পুরোনো সংস্কৃতি চালু রেখেছে। এতে কি তাদের চরম অন্যায় নয়?
–
আসসালামু আলাইকুম…. ইসলাম সম্পর্কে জানতে চাওয়ার জন্য ধন্যবাদ। যে কোন ধর্ম সম্পর্কে জানার জন্য জানতে হবে ধর্মীয় গ্রন্থগুলো সম্পর্কে। এই জন্য আমি আপনাকে কয়েকটি বিষয় সাজেস্ট করবো। ১। কুরআন অধ্যয়ন করা। তিলওয়াত না অধ্যয়ন। মানে হলো তিলওয়াত, অনুবাদ, ব্যাখ্যা সব। আরবি না জানলেও পড়তে পারেন বাংলা, ইংরেজি তে। ২। হাদিস অধ্যয়ন। ৩। ইসলামি সাহিত্য। ৪। ইসলামিক স্কলারসদের বক্তব্য, আলোচনা শুনতে পারেন। ৫। আপনার বন্ধু তালিকায়৷ অবশ্যই ইসলাম মেনে চলে এমন মানুষ যোগ করুন, নিয়মিত যোগাযোগ করুন, জানুন উঠুন বসুন। আল্লাহ আপনার সহায় হোন। সময় দিয়ে পড়ার জন্য ধনয়বাদ।