পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, যে মানুষের খারাপ সময় আসে না। আপনার জীবনেও এর ব্যতিত্রম ঘটে নি। আপনার খারাপ সময় কিভাবে নিজেকে শান্ত রাখেন?
bdbloq.com Latest Questions
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করলে সেটা আবার ওয়াইফাই কানেকশন ছাড়া দেখতে পারি না। আমি চাচ্ছি মোবাইলের গ্যালারিতে সেটা সেইভ হোক
যদিও আমি ছোট বেলা থেকে নামাজ পড়ে আসছি, তবুও আমার ইসলামিক জ্ঞান একবারেই শূন্যের কোটায়। আমি কয়েকমাস ধরে ইসলামিক জ্ঞান অর্জন করতে আগ্রহী হলাম। জানিনা প্রশ্নটি করা আমার উচিত কি না।
প্রশ্নগুলো “টিউশনির গল্প ” গ্রুপ থেকে নেওয়া। ভালো লেগেছে তাই নিয়ে BdbloQ.com এ করা।এখান থেকে হয় তো শেখার অনেক পয়েন্ট বেরিয়ে আসবে।
আমি ফেসবুকে টিউশনির গল্প নামে একটি গ্রুপে জয়েন আছি। ওখানে অনেক সুন্দর ও মজার কিছু গল্প চোখে পড়ে। আপনার টিউশন জীবনের একটি বিব্রতকর ঘটনা বলুন।
আমাদের সবার জীবনে কম বেশি সফলতার এবং ব্যর্থতার গল্প আছে, আপনার এমন একটি গল্প বলুন, যা আমাদেরকে অনুপ্রেরণিত করবে।
সাফল্যের সংজ্ঞায় আপনি কি বলবেন? সফলতা যদিও আল্লাহর কাছে তবুও মানুষ চরম ও পরম ভাবে পরিশ্রম করে যায়। দুনিয়ার জীবনে সফলতার জন্য এক ধরনের অঘোষিত যুদ্ধ করেন।
আজকে ফেসবুক ব্রাউজ করার সময় সাফল্যের গল্প গাঁথা পোস্টে পরিপূর্ণ ছিল। একজন শিক্ষার্থী (মুসলিম) সে ব্যর্থ হয়ে স্বয়ং আল্লাহর দিকে অভিযোগের আঙুল তুলছে ( নাউজুবিল্লাহ)। বলছেন আমার চেষ্টার কোনো কমতি ছিল না। আল্লাহ আমাকে সাহায্য করেন নি( নাউজুবিল্লাহ) আপনি কিভাবে এরকম ডিপ্রেশনে থাকা মানুষকে প্রশান্তি দিবেন?
বাখমুট এখনো ইউক্রেনের অধীনে রয়েছে। সম্প্রতি রাশিয়ার হামলাগুলো ভয়ংকর রকমের হয়ে উঠছে। এমনকি ওদের কয়েকটি টার্গেট পয়েন্টের একটি বাখমুট। সব মিলিয়ে কি রাশিয়া বাখমুট দখল করে নিবে?
আমি নতুন ফেসবুক ব্যবহারকারী। কয়েকমাস আগে প্রোফাইল ক্রিয়েট করছি। অনেকজনকে দেখি প্রোফাইল লক করে রাখতে। কিন্তু আমার এখানে অপশনটা নেই। কিভাবে আমি আমার ফেসবুক প্রোফাইল লক করতে পারি।
আল্লাহ আমাদের রব। আমাদের সবকিছু সম্পর্কে তিনি জানেন। তার কাছে আমাদের ফিরে যেতে হবে। যাওয়ার আগে আমাদের সম্পর্কটা যদি ভালো থাকে তাহলে তো চিন্তা মুক্ত। এখন বলুন কিভাবে আল্লাহর সাথে সম্পর্কে বৃদ্ধি করা যায়?
শবে মেজরাজ সম্পর্কে মুসলমান উম্মাহের অনেকেই রোজা রাখেন। অনেকেই আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক নফল ইবাদত করেন। ইসলামে এর কতটুকু স্বীকৃতি আছে?
বাংলাদেশের ইতিহাসে বিচারপতি আব্দুর রব একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদের অনেক শিক্ষিত সমাজও ওনাদের জানেন না। আপনি এই উজ্জ্বল নক্ষত্র সম্পর্কে কতটুকু জানেন?
বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন নিঃসন্দেহে আওয়ামী লীগ। এর বর্তমান সভাপতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর পর রাজনৈতিক অঙ্গনে সজীব ওয়াজেদ জয় কতটুকু যুক্ত হতে পারেন বলে আপনার মনে হয়?
আমেরিকার রাজনৈতিক ইতিহাসে হিলারি ক্লিন্টন একটি রাজনৈতিক নক্ষত্র। কয়েক বছর আছে তার পক্ষে পৃথিবীর ৭০% এর বেশি মিডিয়া কাজ করছেন বলে অনেকের ধারণা। সেই রাজনৈতিক নক্ষত্র হিলারি ক্লিন্টনকে আপনি কতটুকু জানেন?
আমরা জানি কোনো দেশের মহামান্য রাষ্ট্রপতি ঐ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে থাকেন। এর পদমর্যাদা সর্বোচ্চ। আমার জানার বিষয় হলো এখনো কোন দেশে মহামান্য রাষ্ট্রপতিকে চ্যান্সলর বা আচার্য্য বলে সম্বোধন করা হয়?
আমাদের সবারই একাডেমি জীবনে কোনো না কোনো প্রিয় সাবজেক্ট থাকে। যেমন : কারো ফিজিক্স, কারো ম্যাথ, কারো বায়োলজি বা অন্য কিছু। আপনার একাডেমিক ক্যারিয়ারে কোন সাবজেক্টটি প্রিয় এবং কেন?
Chittagong Cantonment public college (CCPC) বলা হয়ে থাকে বাংলাদেশের সেরা সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাসের একটি। ব্যক্তিগতভাবে আপনি কতটুকু জানেন?
সরকার ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে সমালোচনার মুখে পড়েছে। এখন আমার প্রশ্ন হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কি ২০১৪ এবং ২০১৮ এর পুনরাবৃত্তি ঘটেবে নাকি ভিন্ন কিছু হতে যাচ্ছে?
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বিষয় সামনে আসছে কিছু আগে থেকে। আর তা হলো তাদের নিবন্ধন বাতিলের মামলা নিয়ে। তারা শুনানির জন্য ২ মাসের সময় নিয়েছে। বলা হচ্ছে এবার শেষবার। এরপর মামলা পেছানোর বা আর সময় নেওয়ার সুযোগ তাদের নেই। এখন আপনার মতামত কি? জামায়াতে ইসলামী কি আদৌ নিবন্ধন ফিরে পাবে? নাকি চিরদিনের জন্য নিবন্ধন বাতিল হয়ে যাবে?
বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হচ্ছে সামনের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। এমন কি আন্তর্জাতিক মহলেও তা যথেষ্ট আলোচনা সমালোচনার খোরাক জোগাচ্ছে। অনেক সরকার দলীয় মন্ত্রীদের মুখেও বেরিয়ে এসেছে, জাতীয় সংসদ নির্বাচনে জনগণের আস্তার সংকটের কথা। এটি একটি জাতীয় সংকট। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলোঃ জাতির এই সংকট পূরণে মহামান্য রাষ্ট্রপতি কি আদৌ কোনো সফল হতে পারবেন বলে মনে করেন?
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধারে একজন মা হিসেবে সফল। একজন দেশের অভিভাবক হিসেবেও সফল এমন কি একটি বিশাল রাজনৈতিক দলেরও প্রধান।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি রাজনৈতিক নেতা হিসেবে যতটুকু প্রশংসিত আর চেয়ে বেশি প্রশংসিত ব্যক্তি জাস্টিন ট্রুডো। আপনি ওনার ব্যক্তিগত কোন অভ্যাসটি নিতে চান?
একটি ফার্নিসারের নাম লিখুন। একটি ফুলের নাম লিখুন। একটি রংয়ের নাম লিখুন। ১ – ৯ পর্যন্ত একটি বিজোড় সংখ্যা লিখুন। কোনো চিন্তা করা ছাড়া প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে নিতে হবে এবং আপনার লিখাটি ছবি তুলে নিতে হবে, পরে ছবিটি উত্তরের সাথে সাবমিট করতে হবে। এরপর নিচের অংশ পড়তে যাবেন। প্লিজ উত্তর সাবমিট বা লিখে নিচে পড়বেন। চিট করা যাবে না। ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. ….. আপনার উত্তর গুলো মেলান। চেয়ার বা টেবিল গোলাপ লাল বা কালো ৩/৭
লোগোটি নিশ্চয়ই কোনো একটি প্রতিষ্ঠানের পরিচয় বহন করছেন। এই লোগো বা প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের কিছু তথ্য শেয়ার করুন। প্রশ্নের উপর ক্লিক করলে লোগোটি দেখতে পাবেন।
ছবিতে আমরা ৩ টি প্রাণী এবং তাদের দীর্ঘ ছায়া দেখতে পাচ্ছি। এই চিত্রটির মধ্যে আমাদের বাস্তব জীবনের অনেকগুলো শিক্ষা রয়েছে।আপনি এখান থেকে কি কি শিক্ষা নিতে পারেন? ছবিটি দেখার জন্য প্রশ্নের উপর ক্লিক করুন।
আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু জেনেছি গত কয়েক দশকের সবচেয়ে বড় ভূমিকম্প এটা। ২০০০ (দুই হাজার) মানুষের মৃত্যু এবং ৫০০০ (পাঁচ হাজার) মানুষের আহত হবার খবর পাওয়া যাচ্ছে। এখন আপনি সর্বশেষ কতটুকু জানেন?
আমরা অনেক অনেক দোয়া করি, যেগুলো অনেক সময় কবুল হয় অনেক সময় হয় না। দোয়া কবুলের শর্তগুলা জানালে উপকৃত হতাম।
আমরা অনেকগুলো কাজ করি যেগুলো ইবাদত মনে করি। কিন্তু অনেক সময় ইবাদতের শর্ত পূরণ না করাই ইবাদত হিসেবে গণ্য হয় না। ইবাদতের শর্তগুলো যদি বলতেন, আমার মতো অনেকজন উপকৃত হতো।