1 min read

BdbloQ.com থেকে আয় করার ৩ টি উপায়-Md.Omar khan.

আজকে আলোচনা করবো, Bdbloq.com থেকে আয় করার ৩ টি উপায় বা পদ্ধতি । যেগুলো অনুসরণ করে BdbloQ.com থেকে আয় করা যায়। তাহলে চলুন জেনে নিই।

১। প্রশ্ন ও উত্তর লিখে:

bdbloq.com এ আপনি নিজে প্রশ্ন করে এবং অন্যের করা প্রশ্নের উত্তর দিয়ে আয় করতে পারবেন।

প্রতিটি প্রশ্নের জন্য আপনি পাবেন ৫ পয়েন্ট। আর প্রতিটি উত্তরেরর জন্য পাবেন ৭ পয়েন্ট।

আপনার উত্তরে সন্তুষ্ট হয়ে যদি কেউ আপভোট দেয় আপনার যোগ হবে ১ পয়েন্ট।

যদি আপনার প্রোফাইলের ফলোয়ার বাড়ে, তাহলে প্রতি ফলোয়ারের জন্য পাবেন ১ পয়েন্ট।

আবার আপনার লিখা উত্তর যদি বেস্ট উত্তর হিসেবে সিলেক্ট হয়, তাহলেও পাবেন ১ পয়েন্ট।

এছাড়া আপনি যদি কাউকে bdbloq.com এ প্রোফাইল করার জন্য আপনার বন্ধু বা যে কাউকে রেফার করেন, প্রতি রেফারে পাবেন ২০ পয়েন্ট।

আর আপনি নতুন প্রোফাইল খোলার সময় পাবেন ২০ পয়েন্ট।

এভাবে আপনার যদি ১ হাজার পয়েন্ট হয়। আপনি “শিক্ষক ব্যাজ” অর্জন করবেন এবং শিক্ষক ব্যাজ এর জন্য নির্ধারিত সম্মানি পেয়ে যাবেন।

১০০০ পয়েন্টে শিক্ষক ব্যাজ, ২৫০০ পয়েন্টে পণ্ডিত ব্যাজ, ৫০০০ পয়েন্ট বিশ্লেষক ব্যাজ, ৭৫০০ পয়েন্ট প্রফেশনাল ব্যাজ, এভাবে সর্বোচ্চ ব্যাজ হলো লেখক ব্যাজ।

লেখক ব্যাজ অর্জনকারীদের bdbloq.com কতৃপক্ষ স্থায়ীভাবে লেখক হিসেবে নিয়োগ দিবেন। সাথে মাসে নির্দিষ্ট সম্মানি থাকবে।

২। লেখক হিসেবে যোগদান করে:

bdbloq.com লেখক হায়ার করেন, এক্ষেত্রে ২টি নিয়ম অনুসরণ করেন।

ক) সরাসরি লেখক হিসেবে নিয়োগ :

সরাসরি লেখক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য অবশ্যই আপনার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে আপনার পোর্টপোলিউ জমা দিতে হবে।

অর্থাৎ আপনার মিনিমাম ২০ টি লিখা থাকতে হবে। যেগুলো ইতিপূর্বে কোনো না কোনো ওয়েবসাইট বা ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। আর প্রতিটি লিখা কমপক্ষে ১৫০০ শব্দের হতে হবে।

খ) “লেখক ব্যাজ” অর্জন করে:

দ্বিতীয়টি হচ্ছে bdbloq.com এ একাউন্ট করে শিক্ষানবিশ ব্যাজ > শিক্ষক ব্যাজ > পণ্ডিত ব্যাজ > বিশ্লেষক ব্যাজ > প্রফেশনাল ব্যাজ…………… > লেখক ব্যাজ।

এই লেখক ব্যাজ অর্জন করলে আপনি সরাসরি লেখক হিসেবে নিয়োগ পাবেন।

এভাবে আপনি bdbloq.com থেকে আয় করতে পারবেন।

৩। বিভিন্ন কোম্পানি প্রমোট করে:

যেমন ধরুন আপনি উচ্চ শিক্ষা নিয়ে লেখালেখি করেন, bdbloq.com এ আপনার একটি নেটওয়ার্ক তৈরি হলো। ব্যাজ তৈরি হলো।

এবার আপনি যেহেতু শিক্ষা ক্যাটাগরিতে লিখেন, সেহেতু আপনি বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ এগুলোর সাথে কন্ট্রাক্ট করতে পারেন যে এভাবে,

আপনি ওনাদের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে লিখালিখি করবেন, প্রমোট করবেন, তাদের যদি ওয়েব সাইট থাকে আপনি সেটার লিংক বিল্ডিং করবেন।

এতে করে আপনি তাদের কাছ থেকে একটা চুক্তি ভিত্তিক করতে পারেন।

এক্ষেত্রে আপনি দুই দিকে লাভবান হচ্ছেন, প্রথমটি হলো উক্ত প্রতিষ্ঠান বা কোম্পানির কাছ থেকে।

অন্যটি হলো bdbloq থেকে আয় করে। কারণ এখানে পোস্ট বা প্রশ্নের উত্তর দিলে আপনার পয়েন্ট যোগ হচ্ছে।

আপনার ফলোয়ার, আপভোট যত বাড়বে তত বেশি পয়েন্ট যোগ হবে। আর পয়েন্ট যোগ হওয়া মানে সামনের ব্যাজ অর্জনে এগিয়ে যাওয়া।

পেমেন্ট পদ্ধতি :

bdbloq.com থেকে আয় করে আপনি ২ ভাবে উইথড্র করতে পারেন।

ক) ব্যাংক এর মাধ্যমে :

bdbloq.com থেকে আয় করে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে ২/৩ দিন অপেক্ষা করতে হবে।

খ) মোবাইল ব্যাংকি:

আপনি যদি ২/৩ দিন অপেক্ষা করতে না চান তাহলে সরাসরি বিকাশে পেমেন্ট নিতে পারেন। বিকাশে পেমেন্ট নিলে সর্বোচ্চ ২/৩ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন।

শেষকথা:

bdbloq.com বাংলাদেশের একমাত্র ওয়েবসাইট যারা ১০০% সততার সাথে কাজ করে যাচ্ছেন।

আজকে bdbloq.com থেকে আয় করার ৩ উপায় বা পদ্ধতিগুলো আলোচনা করা হয়েছে এগুলো ১০০% পরীক্ষিত পদ্ধতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *