কিভাবে ব্লগিং করে মাসে ৩ লক্ষ টাকা উপার্জন করা যায়?
ধন্যবাদ আপনাকে, প্রথমে বলে রাখি আমি নিজেও একজন স্টুডেন্ট। মাত্র অনার্স ২য় সেমিনারে পড়ি। আমিও আপনার মত স্বনির্ভর হতে চাই।আমি ২ টা জিনিস একসাথে চাই: স্বনির্ভর হতে। একই সাথে দক্ষতা অর্জন করতে। তাই bdbloq.com কে নিজের জায়গা থেকে ভালোবেসে নিয়েছি। এর মাধ্যমে আমি ২ টি জিনিস একসাথে পাবো। আমি উত্তর লিখতে লিখRead more
ধন্যবাদ আপনাকে,
প্রথমে বলে রাখি আমি নিজেও একজন স্টুডেন্ট। মাত্র অনার্স ২য় সেমিনারে পড়ি।
আমিও আপনার মত স্বনির্ভর হতে চাই।আমি ২ টা জিনিস একসাথে চাই:
- স্বনির্ভর হতে।
- একই সাথে দক্ষতা অর্জন করতে।
তাই bdbloq.com কে নিজের জায়গা থেকে ভালোবেসে নিয়েছি। এর মাধ্যমে আমি ২ টি জিনিস একসাথে পাবো। আমি উত্তর লিখতে লিখতে যেমন ইনকাম করছি, তেমনি আমার লিখাগুলোর মান বাড়াতে চেষ্টা করছি।
আপনি দেখবেন আমার প্রথম দিকের উত্তরগুলো খুব একটা ভালো না। এখন অনেকটা ইম্প্রুভ হচ্ছে। আরো হবে।
একটা সময় আমার হাত লেখার জন্য দক্ষ হয়ে উঠবে। আমি এখানে প্রশ্ন উত্তর লিখালিখি করে নিজেকে যখন তৈরি করতে পারবো,
একসময় bdbloq.com তাদের ব্লগ লিখার জন্য আমাকে অফার করতেও পারে। আমি যতটুকু জানি এখানে স্থায়ীভাবে লিখক হিসেবে যোগদান করার সুযোগ আছে।
এছাড়াও লেখার মান ভালো হলে অবশ্য যে কোনো জায়গায় থেকে অফার আসতে পারে।
আমার দিক থেকে মনে হয় আমি সঠিক জায়গায় এসেছি। কারণ আমি এই প্রজেক্ট বা অনলাইনে অনেক জনকে সফল হতে দেখেছি।
See less
প্রথমেই বলে নেই আমি এখনো এত টাকা কখনো উপার্জন করিনি!!! তবে অনেক টিপস ও লেখা পড়েছি এবিষয়ে। সেগুলো থেকে যেকয়েকটি নিয়ম বিশ্বাসযোগ্য লেগেছে সেগুলো শেয়ার করছি। ১. ইংরেজীতে ব্লগিং বাংলায় ব্লগিং করে মাসে এত টাকা কামানো অনেক অনেক কঠিন ব্যাপার। যদি ইংরেজীতে ব্লগিং করেন তাহলে পর্যাপ্ত ভিজিটর আনতে পারলে ৩ লাখRead more
প্রথমেই বলে নেই আমি এখনো এত টাকা কখনো উপার্জন করিনি!!!
তবে অনেক টিপস ও লেখা পড়েছি এবিষয়ে। সেগুলো থেকে যেকয়েকটি নিয়ম বিশ্বাসযোগ্য লেগেছে সেগুলো শেয়ার করছি।
১. ইংরেজীতে ব্লগিং
বাংলায় ব্লগিং করে মাসে এত টাকা কামানো অনেক অনেক কঠিন ব্যাপার। যদি ইংরেজীতে ব্লগিং করেন তাহলে পর্যাপ্ত ভিজিটর আনতে পারলে ৩ লাখ টাকা আয় করা অসম্ভব না।
২. অনেকগুলো ওয়েবসাইট
আপনি যদি অনেকগুলো নীশ এর ওপর অনেকগুলো ওয়েবসাইট তৈরি করেন ও ভালো ভাবে এসইও ফ্রেন্ডলি করে রাখতে পারেন তবে সবমিলিয়ে এটা আর্ন করা সম্ভব।
৩. অ্যাফিলিয়েট মার্কেটিং
আপনার ব্লগের এডসেন্সের ওপর নির্ভর না করে পাশাপাশি অ্যাফিলিয়েটের মাধ্যমে পণ্য বিক্রি করে কমিশন নিতে পারলে আপনার লক্ষ্য অর্জন সম্ভব হতে পারে।
আপাতত এগুলোই মাথায় আসছে।
See less