Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
জ্ঞান কে সবার জন্য আরও বিস্তার করার উদ্দেশ্য আমাদের নতুন যাত্রা বিডিব্লগ ফোরাম। এই ফোরামে নিজের করা প্রশ্ন করে, অন্যদের প্রশ্নের উত্তর দিয়ে টাকা আয় করতে পারবেন। ব্লগ পোস্ট লিখলে আয় হবে আরও বেশি। অন্যান্য একটিভিটিতেও পাবেন অনেকগুলো পয়েন্টস। পয়েন্টসগুলো আমাদের বিক্রি করে নিতে পারবেন সত্যিকারের টাকা। আরও বিস্তারিত আসছে...
সমাজতন্ত্রের ধারণা দেন কে??
সমাজতন্ত্রের ধারণা দেন কার্ল মার্ক্স। সমাজতন্ত্র একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ধারণা। এই ধারণা প্রতিপাদ্য বিষয় হলো: এটি এমন একটি সামাজিক-অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সম্পদ ও অর্থের মালিকানা সামাজিক বা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন অর্থাৎ কোনো ব্যক্তিমালিকানা থাকে না। (তথ্যসূত্র: অক্সফোর্ড ডিকশনারি, বাংলা উইকRead more
সমাজতন্ত্রের ধারণা দেন কার্ল মার্ক্স।
সমাজতন্ত্র একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ধারণা। এই ধারণা প্রতিপাদ্য বিষয় হলো:
(তথ্যসূত্র: অক্সফোর্ড ডিকশনারি, বাংলা উইকিপিডিয়া)
See lessব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ কেমন?
স্বাভাবিকভাবে কোনো একটি নক্ষত্র চুপসে গেলে কৃষ্ণগহ্বরে পরিণত হয়। তবে নক্ষত্রগুলোর ভর হয় অনেক। আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র সূর্যের বিস্তৃতি প্রায় 1.3×10⁹km এবং এর ভর প্রায় 2×10³⁰kg এর কাছাকাছি। নক্ষত্রগুলোর অস্বাভাবিক ভরের জন্য এদের মধ্যাকর্ষণও অনেক। কেননা আমরা জানি মধ্যাকর্ষণের সাথে ভরের একটি অRead more
স্বাভাবিকভাবে কোনো একটি নক্ষত্র চুপসে গেলে কৃষ্ণগহ্বরে পরিণত হয়। তবে নক্ষত্রগুলোর ভর হয় অনেক। আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র সূর্যের বিস্তৃতি প্রায় 1.3×10⁹km এবং এর ভর প্রায় 2×10³⁰kg এর কাছাকাছি। নক্ষত্রগুলোর অস্বাভাবিক ভরের জন্য এদের মধ্যাকর্ষণও অনেক। কেননা আমরা জানি মধ্যাকর্ষণের সাথে ভরের একটি অনন্য সম্পর্ক রয়েছে।
যখন নক্ষত্রের বাইরের তাপমাত্রার চাপে ভেতরের মধ্যাকর্ষণ বাড়তে থাকে, তখন সেই বলের কারণে নক্ষত্র চুপসে যেতে শুরু করে। সব ভর একটি বিন্দুতে পতিত হতে শুরু করে। এটি ধীরে ধীরে ছোট এবং অধিক ঘনত্বে আসতে শুরু করে এবং এক সময় সমস্ত ভর একটি ছোট্ট বিন্দুতে ভিড় করে যার নাম সিঙ্গুলারিটি বা মহাকর্ষীয় অদ্বৈত অবস্থান।
সব চুপসে পড়া নক্ষত্রই কৃষ্ণগহ্বরে পরিণত হয়না। কৃষ্ণগহ্বর হবে কিনা তা নির্ভর করে তার ভরের উপর। কৃষ্ণগহ্বর হতে হলে নক্ষত্রকে বা বস্তুকে একটি নির্দিষ্ট ব্যাসার্ধে আসতে হবে।
তথ্যসূত্র: বাংলা উইকিপিডিয়া
See lessআমাজন ফরেস্ট কোন মহাদেশে অবস্থিত??
আমাজন দক্ষিণ আমেরিকায় অবস্থিত। সারা পৃথিবীতে ২০% অক্সিজেন সাপ্লাই দেয় বিলাশ বড় ( ৭০ লক্ষ কিঃমিঃ) এর ফরেস্ট। এটির ৬০% দখল করে আছে ব্রাজিল।
আমাজন দক্ষিণ আমেরিকায় অবস্থিত। সারা পৃথিবীতে ২০% অক্সিজেন সাপ্লাই দেয় বিলাশ বড় ( ৭০ লক্ষ কিঃমিঃ) এর ফরেস্ট। এটির ৬০% দখল করে আছে ব্রাজিল।

See lessEU Court of Justice-এর সদর দপ্তর কোথায় অবস্থিত??
The Court of Justice of the European Union (CJEU). এটা ইউরোপীয় ইউনিয়ন আইন এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। এটির প্রধান কার্যালয় হলো: Palais de la Cour de Justice, Luxembourg city in Luxemburg. Palais de la Cour de Justice, Luxembourg
The Court of Justice of the European Union (CJEU).
এটা ইউরোপীয় ইউনিয়ন আইন এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। এটির প্রধান কার্যালয় হলো: Palais de la Cour de Justice, Luxembourg city in Luxemburg.
Palais de la Cour de Justice, Luxembourg
See lessএমফিল করতে কোন কোন যোগ্যতা লাগে?
স্নাতকসহ (পাস) স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৭৫ থাকতে হবে। আর অধিভুক্ত কলেজ শিক্ষকদের মধ্যে যাদের স্নাতক (পাস) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় গড়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৫০ রয়েছে, তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
স্নাতকসহ (পাস) স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৭৫ থাকতে হবে। আর অধিভুক্ত কলেজ শিক্ষকদের মধ্যে যাদের স্নাতক (পাস) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় গড়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৫০ রয়েছে, তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
See lessপিএইচডি করতে কি কি যোগ্যতা লাগে?
পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে এমফিল পাস অথবা কোন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি কিংবা তিন বছর মেয়াদি স্নাতক সম্মান ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ ন্যূনতম ৫০ শতRead more
পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে এমফিল পাস অথবা কোন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি কিংবা তিন বছর মেয়াদি স্নাতক সম্মান ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
See lessসূরা ইউসুফে হযরত ইউসুফ (আঃ) কে তার ভাইয়ারে সিজদা করলো, অথচ মানুষকে সিজদা করা তো শিরক। বিষয়টির প্রেক্ষাপট বুঝিয়ে বলবেন।
মোবারকবাদ আপনাকে। আপনার প্রশ্ন পড়ে মনে হলো আপনি মিডিয়াতে ইউসুফ-জুলেখা নিয়ে নির্মিত মুভিটি দেখে প্রশ্ন করছেন। পবিত্র কুরআনের সুরা ইউসুফ এর ৪ নং আয়াতে বলা হয়েছে। إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ (4) ইউRead more
মোবারকবাদ আপনাকে।
আপনার প্রশ্ন পড়ে মনে হলো আপনি মিডিয়াতে ইউসুফ-জুলেখা নিয়ে নির্মিত মুভিটি দেখে প্রশ্ন করছেন। পবিত্র কুরআনের সুরা ইউসুফ এর ৪ নং আয়াতে বলা হয়েছে।
এখানে স্বপ্নের কথা বলা হয়েছে। তাকে নক্ষত্র, সূর্য ও চন্দ্র সিজদাহ্ করতে দেখেছেন তা স্বপ্নে।স্বপ্নের ব্যাখ্যা অনেক রকম হতে পারে। সব স্বপ্ন সত্যি হয় না।
আপনি যদি স্বপ্ন দেখেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আপনি গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন এটা হতেও পারে, এবার এমন ও হতে পারে যে, আপনি ভবিষ্যতে ইংল্যান্ডের শিক্ষামন্ত্রী হয়ে গেলেন।
রাতে আপনি স্বপ্ন দেখলেন যে, ক্যাম্পাসে আপনি ডিম ভাঙতেছেন। পরে দেখলেন ক্যাম্পাসে আপনি কারো মাথা ফাটিয়ে দিলেন।
স্বপ্ন সবসময় সত্যি হয় না। ইউসুফ (আ) এর এটা স্বপ্নের কথা। এটা সরাসরি পবিত্র কুরআনে বর্ণনায় এসেছে। সুতারাং এটা শিরক না।
আল্লাহর আরশের নিচে কোন জান্নাত অবস্থিত?
আল্লাহর আরশের নিচে কোন জান্নাত: আরশ হচ্ছে সবকিছুর উপরে অবস্থিত। এর নিচে অন্যসব কিছু। সবগুলো জান্নাত হচ্ছে আরশের নিচে। তবে আপনার প্রশ্নটি যদি এমন হয় যে, আরশের নিচে - নিকটবর্তী কোন জান্নাতের অবস্থান? তাহলে বলবো জান্নাতুন ফেরদৌস। আর জাহান্নাম হচ্ছে মাটির নিচে, ক্লাস সিক্সের সাধারণ বিজRead more
আল্লাহর আরশের নিচে কোন জান্নাত:
আরশ হচ্ছে সবকিছুর উপরে অবস্থিত। এর নিচে অন্যসব কিছু। সবগুলো জান্নাত হচ্ছে আরশের নিচে।
তবে আপনার প্রশ্নটি যদি এমন হয় যে, আরশের নিচে – নিকটবর্তী কোন জান্নাতের অবস্থান? তাহলে বলবো জান্নাতুন ফেরদৌস।
আর জাহান্নাম হচ্ছে মাটির নিচে, ক্লাস সিক্সের সাধারণ বিজ্ঞান বইয়ে পৃথিবীর উৎপত্তি ও গঠন নিয়ে একটি অধ্যায় পাবেন। ওখানে ৩ টি স্তরের কথা বলা হয়েছে। সেখানে যে কেন্দ্র মণ্ডলের কথা বলা হয়েছে ওঠা মূলত জাহান্নামের ১ম স্তর।
বিঃদ্রঃ জাহান্নাম নিয়ে আজকের বিজ্ঞান অনেকটা নিশ্চিত। কিন্তু খুব প্রাসঙ্গিক কারণে তারা বিষয়টি সামনে আনতে চাচ্ছেন না।
See lessমানবজাতির মধ্যে প্রথম হত্যাকান্ডের প্রচলন করেন কে?
মানবজাতির প্রথম হত্যাকান্ড হযরত আদম (আ) এর সন্তান হাবিল আর কাবিলের মধ্যকার ঘটে যাওয়া সেই ঘটনাটি। নিজেকে কেমন জানি অপরাধবোধ হয় যে, মানবজাতির প্রথম হত্যাকান্ড সংঘটিত হওয়ার প্রধান কারণ নারী এটা জানার পর এক ধরনের অপরাধবোধ হয়
মানবজাতির প্রথম হত্যাকান্ড হযরত আদম (আ) এর সন্তান হাবিল আর কাবিলের মধ্যকার ঘটে যাওয়া সেই ঘটনাটি।
নিজেকে কেমন জানি অপরাধবোধ হয় যে, মানবজাতির প্রথম হত্যাকান্ড সংঘটিত হওয়ার প্রধান কারণ নারী
এটা জানার পর এক ধরনের অপরাধবোধ হয়
See lessরাসূল (সা:) কোন বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছেছিলেন?
বিষয়টি সম্প্রতি জানলাম ভালো লেগেছে। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেহরাজের রজনীতে পবিত্র হারাম শরীফ থেকে বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা যান খচ্চরের পিঠে। ওমর খান ভাইয়ের একটি ইংরেজি আর্টিকেল থেকে জানা। ওনি কয়েকটি হাদিসের রেফারেন্স এনেছেন।Importence of Masjid Al-Aqsa এই শিরোনামে।
বিষয়টি সম্প্রতি জানলাম ভালো লেগেছে। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেহরাজের রজনীতে পবিত্র হারাম শরীফ থেকে বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা যান খচ্চরের পিঠে।
ওমর খান ভাইয়ের একটি ইংরেজি আর্টিকেল থেকে জানা। ওনি কয়েকটি হাদিসের রেফারেন্স এনেছেন।Importence of Masjid Al-Aqsa এই শিরোনামে।
See lessখারাপ সময়ে কিভাবে নিজেকে শান্ত রাখেন?
জীবন ভালো-মন্দে, আনন্দ আর কান্নার সমন্বয়। তাই বলে আপনি যে কাঁচি দিয়ে ঘচাং করে মন্দ আর কান্না কেটে বাদ দিয়ে দেবেন, তা হবে না। মন্দ আর কান্না আছে বলেই ভালো আর আনন্দের জন্য আমরা মুখিয়ে থাকি। কিন্তু আপনার সামনে যখন বিরক্তিকর কিছু ঘটে। বা আশে পাশের পরিস্থিতে আপনি সন্তুষ্ট নন। বা এমন কিছু বিষয় আপনাকে খুবRead more
জীবন ভালো-মন্দে, আনন্দ আর কান্নার সমন্বয়। তাই বলে আপনি যে কাঁচি দিয়ে ঘচাং করে মন্দ আর কান্না কেটে বাদ দিয়ে দেবেন, তা হবে না। মন্দ আর কান্না আছে বলেই ভালো আর আনন্দের জন্য আমরা মুখিয়ে থাকি। কিন্তু আপনার সামনে যখন বিরক্তিকর কিছু ঘটে। বা আশে পাশের পরিস্থিতে আপনি সন্তুষ্ট নন। বা এমন কিছু বিষয় আপনাকে খুব কষ্ট দিচ্ছে। বা এমন কিছু সিচুয়েসন যা রিতি মত আপনায় রাগিয়ে দিচ্ছে তখন আপনি অন্য দিকে কন্সালট্রেট করুন। অন্য কিছু নিয়ে ভাবুন। যা ইচ্ছে তাই বাট সামনে কি হচ্ছে বা আপনার সাথে কি হতে যাচ্ছে এ বেপারে ভাবা বন্ধ করে অন্য বিষয় নিয়ে ভাবুন।
See lessআজ আপনি সারাদিনে কয়টি ভালো কাজ করেছেন??
সারাদিনে কয়টি ভালো কাজ: সারাদিন আমরা অনেক ভালো কাজ করি। আপনিও করেন। সমস্যা হলো আমাদের ভালো কাজগুলো বেশিরভাগ সময় ত্রুটিপূর্ণ হয়। মানে সারাদিন আমরা অনেক ত্রুটিপূর্ণ ভালো কাজ করি। যেমনঃ আপনি ফজরের নামাজে দাড়াঁন। দাঁড়িয়ে মুখে কেরাত পড়তে পড়তে আপনি আর নামাজে নেই। oh sorry, আপনি আছেন আপনার মনটা সেখানে নেই।Read more
সারাদিনে কয়টি ভালো কাজ:
সারাদিন আমরা অনেক ভালো কাজ করি। আপনিও করেন। সমস্যা হলো আমাদের ভালো কাজগুলো বেশিরভাগ সময় ত্রুটিপূর্ণ হয়। মানে সারাদিন আমরা অনেক ত্রুটিপূর্ণ ভালো কাজ করি। যেমনঃ
এরকম আমি আপনি অনেক ভালো কাজ করি, কিন্তু এসব বেশিরভাগ হয় ত্রুটিপূর্ণ। আমি কি কি ভালো কাজ করছি: আমি আপনাকে আমার পুরো দিনের রুটিনটা বলি।
এই যে আপনাকে ৭ টি পয়েন্টে উত্তর লিখলাম, এই কাজগুলোর প্রতিটি ভালো কাজ। তবে ত্রুটিপূর্ণ ভালো কাজ। সপ্তাহের জুমাবার ও শনিবার বাদ দিয়ে এটা আমার Daily Routine.
See less